আমাদের কথা খুঁজে নিন

   

উইকিপিডিয়ার প্রথম পাতায় জিয়াউর রহমান

জাদুনগরের কড়চা

আজকে (এপ্রিল ৩) !@@!604927 !@@!604928 !@@!604929 !@@!604930 আজকের নির্বাচিত নিবন্ধ হিসাবে !@@!604935 !@@!604936 !@@!604937 !@@!604938 !@@!604939 !@@!604940 এসেছে। ইংরেজি উইকিপিডিয়া বিশ্বের ১০ম ব্যস্ততম ওয়েবসাইট - দিনে এখানে কয়েক কোটি লোক আসে। এরকম ওয়েবসাইটে বাংলাদেশের সম্পর্কে কোনো তথ্য আসলে সারা দিনে অন্তত লাখ খানেক লোক হলেও বাংলাদেশের সম্পর্কে জানবে। এর আগে গত বছরের জুলাই মাসে !@@!604977 এবং এ বছরের ১০ই ফেব্রুয়ারি বঙ্গবন্ধু !@@!604984 !@@!604985 !@@!604986 !@@!604987 !@@!604988 ইংরেজি উইকিপিডিয়ার প্রথম পাতায় এসেছে। প্রথম পাতার নির্বাচিত নিবন্ধ হিসাবে কেবল Featured article বা সুলিখিত নিবন্ধকেই আসতে দেয়া হয়।

গত বছর বাংলাদেশের অনেকগুলো নিবন্ধকে আমরা ফীচার্ড নিবন্ধ মানে নিতে পেরেছি । !@@!605018, !@@!605019 !@@!605020 !@@!605021, !@@!605022 !@@!605023, !@@!605024, !@@!605025 !@@!605026 !@@!605027, !@@!605028 !@@!605029, এবং !@@!605031 !@@!605032 এখন ইংরেজি উইকির ফীচার্ড নিবন্ধ। এর মধ্যে প্রথম তিনটিকে প্রথম পাতায় আনা গেছে, বাকি গুলোকেও প্রথম পাতায় আনার জন্য মনোনিত করা হয়েছে। অনেকগুলো নিবন্ধকে এতো উন্নত মানে নেয়ার কাজটা কঠিন। উইকিপিডিয়াতে আমার পরিচিত এবং সুলেখক !@@!605068 !@@!605069 সম্পূর্ণ নিরপেক্ষতার সাথে শেখ মুজিব ও জিয়ার জীবনীগুলোকে এই মানে পৌছাতে সাহায্য করেছে।

বাংলাদেশ সম্পর্কে দুনিয়ার কাছে তথ্য তুলে ধরাটা আমাদের দায়িত্ব। ইলেক্ট্রনিক মাধ্যমে বাংলাদেশের তথ্য খুব কম বলেই সারা দুনিয়ার মানুষ আমাদের সম্পর্কে কেবল একপেশে খারাপ খবর গুলাই পেয়ে যাচ্ছে। উইকিপিডিয়া আমাদের এই সুযোগ করে দিয়েছে। যে কয়জন স্বেচ্ছাসেবক দেশে বসে ও দেশের বাইরে থেকে উইকিপিডিয়াতে বাংলাদেশকে তুলে ধরার জন্য নিরলস প্রচেষ্টা চালাচ্ছেন, তাঁদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এই পরিশ্রমের ফলেই গুগল ও অন্যান্য সার্চ ইঞ্জিনে আস্তে আস্তে বাংলাদেশ সম্পর্কে ঠিকমতো তথ্য আসছে। আসুন, যোগ দিন উইকিপিডিয়াতে, দেশের কথা বলাটা তো আমাদেরই দায়িত্ব, তাই না?


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.