অলসদের দিয়ে কী আর হয়। আলসেমি ছাড়া!
আজ বিকেলে যথারীতি দাড়িয়েছিলাম বইমেলার মূল ফটকের সামনে, ফুটপাতের ওপরে। আমরা মানে, আমি, তারিফ, হাসিব, নবী, বাদল, আযুব, মিঠু এবং আরো কয়েকজন। আমাদের হাতে একটি ব্যানার ছিল। বাংলা ভাষার সবচেয়ে বড়ো বিশ্বকোষ, উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার আহবান ছিল সেখানে।
২১ ফেব্রুয়ারিতে মেলার সামনে এভাবে দাড়ানো এই নিয়ে চতুর্থবার। ২০০৭ সাল থেকে আমরা এই কাজটি করছি। আমার মনে আছে পয়লা বছরে আমার সঙ্গে হাতে গোনা কয়েকজন ছিল মাত্র। এবার অনেকে ঘুরে গেছেন। ডা. মোহিত কামাল কিছুক্ষণ আমাদের সঙ্গে দাড়িয়েছেন।
কম্পিউটার বিচিত্রার সম্পাদক লেনিন ভাই আর রায়ান্স-এর জুয়েলভাইও ছবি তুলেছেন। এভাবে বছরে দুইবার, আর একবার পহেলা বৈশাখে, আমরা এই এলাকায় জড়ো হই। গত বছর পহেলা বৈশাখে একটি ফতুয়াও তৈরি করা হয়েছিল। এবছরও এমন কিছু করা যায় কী না, তা নিয়ে আমরা ভাবছি।
বাংলা উইকিপিডিয়ার অনেক বিকাশ হয়েছে তবে এখনো সেটি মূল স্রোতধারায় আসতে পারেনি।
একটা বড়ো কারণ এর নিবন্ধগুলোর মান। এখনো আমাদের অনেক দূর যেতে হবে। আজ দাড়িয়ে দাড়িয়ে ভাবছিলাম আমার বাংলা উইকিপিডিয়ার সঙ্গে যুক্ত হওয়ার কথা। সম্ভবত ২০০৫ সালের মাঝামাঝি থেকে রাগিব আমাকে বাংলা উইকিপিডিয়ার কথা বলতে শুরু করে। কেন জানি ওর মনে হয়েছিল বাংলা উইকিপিডিয়ার প্রসার ও প্রচারণার জন্য আমাকে দরকার ! আমি খুব সহজে সারা দেই নি, কারণ আমার দোকানের সংখ্যা তখনো অনেক।
রাগিব নিরন্তরভাবে আমাকে আর জাফর স্যারকে লিখে যাচ্ছে আর নিজে কাজ এগোচ্ছে। ২০০৫ সালের অক্টোবর মাসে বিডিওএসএন (বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক)গঠন করার পর মনে হলো এবার রাগিবের কথায় সাড়া দেওয়া যাক। দোকানতো বেড়েই গেল।
২০০৬ সালের ২৫ মার্চ রাতে তৈরি হলো ইয়াহু গ্রুপ, বাংলা উইকি। ৩০ (বা ৩১) তারিখে প্রজন্ম ডট কমে ছাপা হলো উইকিপিডিয়া আর রাগিবকে নিয়ে আমার লেখা।
১৩ এপ্রিল করলাম প্রথম সভা। তারপর শুরু হলো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উইকিপিডিয়া নিয়ে কর্মশালা আর ঢাকার রাস্তায় উইকিপিডিয়া নিয়ে প্রচারণা। দ্রুত অনেকে যোগ দিলেন সম্পাদক হিসাবে। প্রথম টার্গেট ছিল ১০ হাজার ভুক্তি, ডিসেম্বরের মধ্যে। কিন্তু অর্জিত হলো আগে ভাগে, অক্টোবরে মনে হয়।
এরপরের টার্গেট ছিল মুক্ত লাইসেন্সে ছবি সংগ্রহ। ভাষা সংগ্রামী রফিকুল ইসলাম স্যারের কাছে গেলাম - আপনার ছবিগুলো দেন। তিনি সানন্দে দিলেন। মুক্ত লাইসেন্সে সেগুলো এখন প্রকাশিত। (আজকে আবার ভয় পেয়েছি।
হয়তো কোনদিন কোন মোবাইল ফোন কোম্পানি ছবিগুলোর সংকলন প্রকাশ করে ঘোষণা করবে এই সকল ছবির কপিরাইট তাদের!)।
এখন এখানে ২০ হাজারেরও বেশি ভুক্তি আছে। অনেক ভাল নিবন্ধ আছে। তবে, ভুক্তি বাড়ানোর সময় যতো বেশি উইকিপিডিয়ানকে পাওয়া গেছে, এখন মানোন্নয়নে ততোজনকে মনে হয় পাওয়া যাচ্ছে না। গণমাধ্যমেও উইকিপিডিয়াকে নিয়ে ততো জোর আন্দোলন নেই।
(আজকে জাফর ইকবাল স্যার তার লেখায় উইকিপিডিয়ার কথা বলেছেন)।
সন্ধ্যায় বাড়ি ফেরার সময় তাই ভাবছিলাম বিডিওএসএন থেকে নতুন করে উইকিপিডিয়ার জন্য কিছু বিশেষ প্রচারণা করবো কী না? একটি উইকি অসম্মেলন (আন-কনফারেন্স), মুক্ত ছবির জন্য আবারো আহবান, কিছু ঐতিহাসিক ছবির জন্য কিছু ফটোগ্রাফারের কাছে যাওয়া, আরো কিছু বই যদি পাবলিক ডোমেইন বা সৃজনী সাধারণের আওতায় প্রকাশ করা যায়? কয়েকটি বিষয় ভিত্তিক কর্মশালা?
কিন্তু এর মধ্যে দোকানের সংখ্যা আরো বেড়েছে। সিদ্ধান্ত চূড়ান্ত করার আগে তাই হয়তো আরো ভাবতে হবে বাস্তবায়নের পদ্ধতি নিয়ে।
তবে, আমার বিশ্বাস বাংলা উইকিপিডিয়া বাংলা ভাষায় সেই স্থানটি অধিকার করে নেবে যেমনটি নিয়েছে ইংরেজী উইকিপিডিয়া ইংরেজী ভাষায়!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।