এ লড়াইয়ের সঙ্গে জড়িয়ে আমার যুদ্ধাপরাধ
উইকিপিডিয়ার প্রতিদিনের বিশেষ প্রতিবেদন বিভাগ 'টুডেজ ফিচার্ড আর্টিকেল' বিভাগে গতকাল বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে এক বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়। জিয়াউর রহমানের সংপ্তি জীবনীর পাশাপাশি তার কর্মময় জীবনের নানা দিকও তুলে ধরা হয়েছে উইকিপিডিয়ার ওই প্রতিবেদনে।
উইকিপিডিয়া জানিয়েছে, স্বাধীনতা যুদ্ধের শুরুর দিকে পাকিস্তান সেনাবাহিনীর মেজর জিয়াউর রহমানের ইউনিট চট্টগ্রামের কালুরঘাট রেডিও কেন্দ্র দখল করে এবং তিনি স্বাধীনতার ঘোষণা দেন। বীর মুক্তিযোদ্ধা হিসেবে পরিচিত এ সেনা কর্মকর্তাকে মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য বীর উত্তম রাষ্ট্রীয় খেতাব দেয়া হয়েছিল বলেও জানিয়েছে উইকিপিডিয়া। জিয়ার মৃতু্যর পর জানাজায় মানুষের ঢলের ছবিসহ বিভিন্ন সময়ে তোলা তার মোট 5টি ছবিও স্থান পেয়েছে ওই প্রতিবেদনে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।