আমাদের কথা খুঁজে নিন

   

উইকিপিডিয়ার গ্রহনযোগ্যতা কতটুকু?

© ২০০৬ - ২০১১ ত্রিভুজ

উইকি বিষয়ক আগের একটি পোস্টে রাগিব ভাই বেশ কিছু তথ্য তুলে ধরেছিলেন। কিছু কিছু যুক্তিকে ইনভ্যালিড মনে হয়নি। তবে এটা ঠিক যে উইকি যেকেউ এডিট করতে পারার সুবিধার জন্য উইকিপিডিয়ানদের খুব একটা দোষ দেয়া যায় না কোন বক্তব্যের বিষয়ে। কিন্তু যদি কোন এন্ট্রি এডমিন কতৃক লক করা থাকে এবং সেখানে তথ্য বিকৃতি থাকে, তাহলে সেটার দায়িত্ব নিশ্চয় উইকিপিডিয়ানরা এড়িয়ে যেতে পারেন না। তাহলে Islamophobia প্রসংঙ্গে উইকিতে যে এন্ট্রিটি আছে সেটি সবাইকে পড়ে দেখতে বলবো।

এন্ট্রিটি যেহেতু এডমিনরা লক করে রেখেছে, সেহেতু এর দায় দায়িত্বও নিশ্চয় উইকিপিডিয়ার। নিচের লিংকে দেখুন। http://en.wikipedia.org/wiki/Islamophobia উল্লেখ্য উইকিতে এরকম বায়াসড অনেক এন্ট্রি রয়েছে যা এডমিন কতৃক লক করা রয়েছে। দায়িত্বটা কি উইকির নয়? এর আগের টপিকে জ্বিনের বাদশা কিছু আর্টিকেল লিংক দিয়েছিলেন । আমি নিজেও দেখেছি অনেকগুলো।

(এই মূহুর্তে লিংকগুলো মনে নেই বিধায় দেয়া সম্ভব হলো না। সময় করে খুঁজে বের করতে পারলে হয়তো যুক্ত করবো এখানে। ) কিছুদিন আগে উইকির আরেকটি লক করা টপিকে রাসুল (সাঃ) এর ছবি দেয়া হয়েছিলো। সেটার দায়িত্বও উইকিপিডিয়া এড়িয়ে যেতে পারে না নিশ্চয়! রাগিব ভাই, লেখাটা আপনার চোখে পড়লে সময় করে একটু এবিষয়ে বিস্তারিত বলবেন কি?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.