আমাদের কথা খুঁজে নিন

   

সহসাই গ্রামে পৌঁছাচ্ছে না ওয়াইম্যাক্স প্রযুক্তির ইন্টারনেট সার্ভিস। বিশ্বের দ্রুততম প্রযুক্তি ওয়াইম্যাক্স ইন্টারনেট সার্ভিসের যাত্রা শুরু হয়েছে বাংলাদেশে। এ সার্ভিস প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে লিখেছেন জ্যোতিষ সমাদ্দার বাবু ও মোস্তাফিজুর রহমা

লেখক

ওয়াইম্যাক্স প্রযুক্তির সাহায্যে দেশের দুর্গম ও প্রত্যন্ত পল্লী অঞ্চলে স্বল্প সময়ের মধ্যে যোগাযোগ স্থাপন করা সম্ভব। এ পদ্ধতিতে চলবে আইপি ফোন, আইপি মোবাইল ফোন, আইপি পিএবিএক্স, ভিডিও কনফারেন্সি, টেলিমেডিসিন, অনলাইন রেডিও, আইপি টেলিভিশন, ই-লার্নিং, এটিএম কানেক্টিভিটিসহ সর্বোচ্চ সতর্কতার সঙ্গে সব তথ্য-উপাত্ত আদান-প্রদান সহজে করা যাবে। ওয়াইম্যাক্স পদ্ধতির ইন্টারনেট সেবা বিশ্বের অন্যান্য দেশে গ্রাম থেকে যাত্রা শুরু হলেও বাংলাদেশে এর যাত্রা শুরু হল রাজধানী থেকে। তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট পদ্ধতি গত জুনের মধ্যে বাংলাদেশে চালু হওয়ার কথা থাকলেও অক্টোবরে অজের ওয়্যারলেস ব্রডব্যান্ড বাংলাদেশ লিমিটেড কিউবি নামে ওয়াইম্যাক্স (ডরগধী) সীমিত আকারে ঢাকায় এ সেবা শুরু করেছে। দেশি প্রতিষ্ঠান বাংলালায়ন এ মাসের মধ্যে প্রাথমিক পর্যায়ে রাজধানীর বিভিন্ন এলাকায় এ সেবা শুরু করবে বলে জানিয়েছে।

কিন্তু ওয়াইম্যাক্স প্রযুক্তির সাহায্যে এ সেবা দেশের দুর্গম ও প্রত্যন্ত পল্লী অঞ্চলের জন্য সহজলভ্য হলেও সেখানে পৌঁছাতে আরো বেশ সময় লাগবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। ওয়াইম্যাক্স হচ্ছে ফোর-জি (চতুর্থ জেনারেশন) প্রযুক্তি। মাইক্রোওয়েভে তারবিহীন পদ্ধতির মাধ্যমে দ্রুতগতিতে তথ্য আদান-প্রদানের সর্বাধুনিক প্রযুক্তি এখন বিশ্বজুড়ে ব্যাপক প্রসার ঘটেছে। ওয়াইম্যাক্স প্রযুক্তির সাহায্যে দেশের দুর্গম ও প্রত্যন্ত পল্লী অঞ্চলে স্বল্প সময়ের মধ্যে যোগাযোগ স্থাপন করা সম্ভব। এ পদ্ধতিতে চলবে আইপি ফোন, আইপি মোবাইল ফোন, আইপি পিএবিএক্স, ভিডিও কনফারেন্সি, টেলিমেডিসিন, অনলাইন রেডিও, আইপি টেলিভিশন, ই-লার্নিং, এটিএম কানেক্টিভিটিসহ সর্বোচ্চ সতর্কতার সঙ্গে সব তথ্য-উপাত্ত আদান-প্রদান সহজে করা যাবে।

এ প্রযুক্তির সাহায্যে কল সেন্টারের ব্যবসা করা যাবে। ফলে দেশে প্রচুর নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। উপার্জন করা যাবে প্রচুর বৈদেশিক মুদ্রা। ওয়াইম্যাক্স হচ্ছে দ্রুতগতির কিন্তু সহজলভ্য ও অন্য প্রযুক্তির চেয়ে অনেক সাশ্রয়ী। এ প্রযুক্তি প্রয়োগে ফোনলাইন অথবা সফটওয়্যার প্রয়োজন হবে না।

আমাদের দেশ তথ্যপ্রযুক্তির মহাসড়ক, অর্থাৎ সাবমেরিন ক্যাবলে যুক্ত হয়েছে ২০০৬ সালে; কিন্তু সমস্যা যে তিমিরে সে তিমিরেই রয়ে গেছে। তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, সাবমেরিন ক্যাবলের প্রকৃত সুবিধা ভোগ করা থেকে আমরা এখনো অনেক দূরে রয়েছি। কারণ, দেশের অভ্যন্তরে অপটিক্যাল ফাইবার ক্যাবলের পর্যাপ্ত অবকাঠামো তৈরি না করেই আন্তর্জাতিক সাবমেরিন ক্যাবলের সঙ্গে যুক্ত হয়েছে বাংলাদেশ। ফলে পর্যাপ্ত ব্যান্ডউইথ ব্যবহার করতে পারছে না। তাছাড়া মাত্র একটি সাবমেরিন ক্যাবল এবং কক্সবাজার সাবমেরিন বেস স্টেশন থেকে ঢাকা মাত্র একটি অপটিক্যাল ফাইবার ক্যাবলে যুক্ত।

তাই এ তার কেটে যাওয়ায় বাংলাদেশ বহুবার বিশ্বটেলিযোগাযোগ এবং ইন্টারনেট যোগাযোগ থেকে বিচ্ছিন্ন ছিল। অন্যদিকে গোটা দেশে অভ্যন্তরীণ নেটওয়ার্ক তৈরির জন্য সর্বত্র অপটিক্যাল ফাইবার ক্যাবল টেনে নিয়ে যাওয়া সম্ভব নয়। এক্ষেত্রে ভৌগোলিক সীমারেখা আমাদের জন্য একটা বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। এ সমস্যা সমাধানে ওয়াইম্যাক্স একটি ভালো ভূমিকা পালন করবে বলে বিশেষজ্ঞরা মনে করেন। কারিগরিভাবে ওয়াইম্যাক্সের বেস স্টেশন ক্যাবলের মাধ্যমে যুক্ত থেকে ৩০ কিলোমিটার পর্যন্ত ওয়্যারলেস ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দিতে সক্ষম।

কিন্তু এটা থিওরিটিক্যাল হলেও বাস্তব অবস্থা হলো ওয়াইম্যাক্স ঘনবসতিপূর্ণ অঞ্চলের জন্য যতোটা না কার্যকর, তার চেয়ে বেশি কার্যকর প্রত্যন্ত গ্রামাঞ্চলের জন্য। শহর ও ঘনবসতিপূর্ণ অঞ্চলের জন্য অপটিক্যাল ফাইবার লাইন অনেক বেশি কার্যকর। উন্নত বিশ্বে ওয়াইম্যাক্সের সুবিধা প্রত্যন্ত গ্রামাঞ্চল পর্যন্ত পৌঁছে গেছে। এখন ইন্টারনেট শুধু এন্টারটেইনমেন্ট নয়, এটি পড়াশুনা, ব্যবসাবানিজ্যসহ মানুষের মৌলিক চাহিদায় পরিণত হয়েছে। তাই সবাই যাতে সহজে এবং সুলভে ইন্টারনেট সেবা পায় এবং দেশ যাতে সত্যিকারের ডিজিটাল বাংলাদেশে পরিণত হয় সে লক্ষ্যে সরকারের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া উচিত বলে বিশেষজ্ঞরা মত দেন।

বাংলাদেশে ওয়াইম্যাক্স প্রযুক্তি পরিচালনা সার্ভিস প্রোভাইডার নিযুক্তির জন্য বিটিআরসি ২০০৮ সালে শতভাগ বাংলাদেশি প্রতিষ্ঠান ‘বাংলালায়ন’কে ২ দশমিক ৫ গিগাহার্টজের ফ্রিকোয়েন্সির অনুমতিসহ লাইসেন্স দেয়। এছাড়া নেদারল্যান্ডসের প্রতিষ্ঠান ‘অজের ওয়্যারলেস ব্রডব্যান্ড বাংলাদেশ’ লিমিটেড ও সরকারি প্রতিষ্ঠান বিটিসিএল ২ দশমিক ৩ গিগাহার্টজ ফ্রিকোয়েন্সির অনুমতিসহ লাইসেন্স পায়। ‘অজের ওয়্যারলেস ব্রডব্যান্ড বাংলাদেশ’ মোবাইল কোম্পানির টাওয়ার ব্যবহার করে বিটিআরএস (বেস ট্রান্সমিশন রিসিভার স্টেশন) তৈরি করে গত মাসে সীমিত আকারে রাজধানীতে ওয়াইম্যাক্স সার্ভিস শুরু করেছে। বাংলালায়ন বিটিআরএস নির্মাণ কাজসহ টেকনিক্যাল সার্ভিসের ইকুইপমেন্ট বসানোর কাজ করছে। বিটিআরসির শর্ত অনুযায়ী ওয়াইম্যাক্স সার্ভিস প্রোভাইডাররা প্রথম বছরে প্রতিটি জোনে ১৫ ভাগ এরিয়ায় ১৫ হাজার গ্রাহক তৈরি করবে।

অনুরূপভাবে দ্বিতীয় বছরে ৩০ ভাগ এরিয়ায় ৩৫ হাজার গ্রাহক, তৃতীয় বছরে ৫০ ভাগ এলাকায় ৮০ হাজার, চতুর্থ বছরে ৬৫ ভাগ এলাকায় ২ লাখ, পঞ্চম বর্ষে ৮০ ভাগ এলাকায় ৫ লাখ গ্রাহক তৈরি করবে। ওয়াইম্যাক্স সার্ভিসের জন্য বাংলাদেশকে চারটি জোনে ভাগ করা হয়েছে। লাইসেন্সপ্রাপ্তরা প্রতিটি বিভাগীয় সদরসহ নির্দিষ্ট জোনে ওয়াইম্যাক্স সার্ভিস নিশ্চিত করবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।