আমাদের কথা খুঁজে নিন

   

ওয়াইম্যাক্স বনাম আমরা

মুক্তির গান গাও যদিও তা অপ্রিয় সত্য

একটু পেছন থেকে শুরু করা যাক। বলা হলো সাবমেরিন ক্যাবল কানেকশন পেলে বাংলাদেশের ঘরে ঘরে দ্রুতগতির ইন্টারনেট সংযোগ দেওয়া যাবে। যাইহোক অনেক জল্পনা কল্পনা এবং তথ্য হারানোর ভয়(!) জয় করে আমরা সাবমেরিন ক্যাবল সংযোগ পেলাম। সাবমেরিন ক্যাবল সংযোগ পাওয়ার পর স্বাভাবিক ভাবেই ইন্টারনেট স্পিড তথা ব্যান্ডউইথ এর মূল্য প্রায় অর্ধেকে নেমে এলো। যে মূল্য আসলে আমাদের দেশের আইএসপি গুলো এতদিন পরিশোধ করে এসেছে হংকং কিংবা সিঙ্গাপুরের কোন আইএসপিকে।

বিটিআরসি আগে যে মূল্যে ব্যান্ডউইথ কিনতো এখন তার অর্ধেক দামে কিনতে পারছে। কিন্তু বিটিআরসি কখনই আইএসপি (ইন্টারনেট সার্ভিস প্রভাডর) গুলোর কাছে এই ব্যান্ডউইথ সঠিকভাবে এবং সঠিক মূল্যে ডিষ্টিবিউট করতে পারেনি। যার ফলে আইএসপি গুলো লোকাল ইন্টারনেট ডিষ্টিবিউটরদের কাছে ব্যান্ডউইথের মূল্য সামন্যই কমালো এবং এই দাম নিয়ে টানাহেচরায় আমাদের মতো সাধারন হোমইউজারদের কোন লাভই হলোনা। বিটিআরসি'র এই নিয়ে কোন মাথা ব্যাথাই ছিলনা কোন কালে। এইসব অনিয়ম কখনই তাদের নজরদারিতে আসেনি।

তারা ব্যান্ডউইথ বিক্রি করেই খালাস। বর্তমানে দেশে ওয়াইম্যাক্স প্রযু্ক্তির পথ চলা শুরু হতে চলেছে। আশা করা হচ্ছে এখন ইন্টারনেট সেবা গ্রাহনকারীরা হাই স্পিড ইন্টারনেট ব্যান্ডউইথ পাবে। যাতে দেশের তথ্য প্রযুক্তি এগিয়ে যাবে বহুদুর। দেশের প্রতিটি অঞ্চলে ছড়িয়ে যাবে ওয়াইম্যাক্সের সুযোগ সুবিধা।

কর্পোরেট লেভেল থেকে শুরু করে হোম ইউজাররাও পাবে দ্রুতগতির ইন্টারনেট সেবা। কিন্তু আমাদের এই প্রত্যাশা কতটুকু সফল হবে তা নির্ভর করবে এই ওয়াইম্যাক্সের ডিষ্ট্রিবিউশনের উপর। বড় বড় প্রতিষ্ঠান নিয়ে আমার মাথা ব্যাথা নেই। কারন এইসব প্রতিষ্ঠানগুলোকে টার্গেট করেই ওয়াইম্যাক্স প্রযুক্তি আমাদের দেশে আনা হয়েছে। বড় প্রতিষ্ঠানগুলোই ওয়াইম্যাক্সের সবচেয়ে বড় গ্রাহক।

কিন্তু আমরা যারা ঘরে বসে ইন্টারনেট সেবা পেতে ইচ্ছুক তাদের কি হবে? আমি থাকি ঢাকার মতিঝিল এলাকার ফকিরেরপুল এলাকায়। বর্তমানে আমি এই এলাকায় অবস্থিত জুম-ই নামের একটি প্রতিষ্টান থেকে ইন্টারনেট সেবা গ্রহন করে থাকি। এই জুম-ই ব্রাক নেট থেকে তাদের ইন্টারনেট কানেকশন নিয়েছে। অন্যদিকে ব্রাক বিটিআরসি'র কাছ থেকে তাদের প্রয়োজনীয় ব্যান্ডউইথ লিজ নিয়ে এই সার্ভিস চালিয়ে যাচ্ছে। এখন বিটিআরসি > ব্রাকনেট > জুম-ই > সাধারন গ্রাহক এই চেইনে আটকে আছে আমার ইন্টারনেট কানেকশন।

বিটিআরসি'র উচিৎ একটি নীতিমালা তৈরী করা যাতে করে ইন্টারনেট সার্ভিস ডিষ্ট্রিবিউশনের প্রতিটি স্তরে নজরদারি করতে পারবে সরকার। যাতে কর্পোরেট কোম্পানি থেকে শুরু করে সাধারন গ্রাহকরা সঠিক নিয়মে এবং সঠিক মূল্যে ইন্টারনেট সেবা গ্রহক করতে পারে। তা নাহলে দেশের সাধারন জনগন কেবলই ঠকতে থাকবে এবং জিম্মি হয় পড়বে আইএসপি গুলোর কাছে। অথচ এই সাধারন জনগন থেকেই উঠে আসবে আগামি দিনের কোন একজন ইঞ্জেনিয়ার, ডাক্তার, প্রোগ্রামার কিংবা হাইটেক গ্রাফিক্স ডিজাইনার। তো আমরা আশা করবো সরকার ওয়াইম্যাক্স প্রযুক্তি দেশের প্রতিটি অঞ্চলে এবং রুট লেভেল পর্যন্ত পৌছে দিতে সব রকম সহযোগিতা করবে আমাদের ঐ তিনটি প্রতিষ্ঠানকে যারা দু'দিন আগে নিলামে তাদের স্বত্ব কিনে নিলো বিটিআরসি'র কাছ থেকে।

এজন্য প্রয়োজন কঠোর নীতিমালার প্রয়োগ। যাতে করে ওয়াম্যাক্সের স্বত্বাধিকারী প্রতিষ্ঠানগুলো তাদের ইচ্ছেমত মূল্য হাকাতে না পারে। ধন্যবাদ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.