আমার কবিতাকে কেউ যদি টুইটারে ফলো করান তাতে কোন আপত্তি নেই, তবে নিজের বলে চালিয়ে দেবার অপচেষ্টা ভুলেও করতে যাবেন না যেন!..shahed_ar7@yahoo.com
জানি আবার আসবে ফিরে
তাইতো বসে বিজন বনে,
উতাল হাওয়ার সাথী করে
মনকে পাঠাই তোমার তরে।
তুমি মনের দুয়ার খুলে
একটু শুধু বসতে দিও,
মম হিয়ার সবটুকু প্রেম
উজাড় করে কেবল নিও।
অরুন প্রাতের শিশির হয়ে
তোমার পদতলে লুটাব যে,
যেথা নুপুরের রুনুঝুনু
সদা আমার বুকে বাজে।
ঐ আকাশে মেঘের ফাঁকে
লুকিয়ো না আর বদনখানি,
নয়ন উথলে বারি ঝরে
কেন, এসে নাও গো জানি।
স্বপ্ন আমার সত্যি হবে
যদি এসে চুপিসারে,
ভীরু পায়ে যাও যে বলে
ভালোবাসো শুধুই মোরে।
দেখব তথন শুধু তোমায়
রইবে সারা হিয়া জুড়ে,
আঁচলে তোমার পড়ব বাঁধা
সবার দৃষ্টি-অগোচরে।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।