রেস্টে আছি আপাতত পোস্টানি বন্ধ :D
১।
আফ্রিকার জঙ্গলের উপর দিয়ে যাচ্ছে এক আমেরিকান বিমান । দুর্ঘটনার কারনে বিমান জঙ্গলে ক্র্যাশ ল্যান্ড করল । বিমানের সবাই মারা গেল কিন্তু বেঁচে থাকল শুধু তিনজন মানুষ , একজন আমেরিকান , একজন রাশিয়ান এবং একজন বাংলাদেশী । তাদেরকে ধরল আফ্রিকান মানুষ খেকো জংলী ।
তাদেরকে বেঁধে রেখে জংলীরা তাদের নৃত্য প্রদর্শন করতে লাগল । এরপর নাচ গান শেষ হলে , তাদের মেরে কেটে খাওয়ার পালা । জংলী সর্দার তাদের সামনে আসল ( সে আবার ইংরেজী জানত ) এসে ভিলেনের মত হেসে হেসে বলতে লাগল ,
হা হা হা হা , তোদেরকে আমরা কেটে খাবো , তোদের হাড়দিয়ে চিরুনী বানাবো , আর তোদের চামড়া কেটে নৌকার খোল , আর ডুগডুগী বানাবো ।
কিন্তু তোদের জন্য একটা খুশির সংবাদ আছে , তোদেরকে কিভাবে মারা হবে তা তোরা ঠিক করে দিবি ।
তার দেখল আর কোন উপায় নাই ।
তো রাশিয়ান লোকটাই প্রথমে এগিয়ে গেল , গিয়ে বলল আমাকে একটা ছুরি এনে দ্যাও , তারা ছুরি এনে দিল । সে তা দিয়ে আত্মহত্যা করল ।
এরপর আমেরিকান গেল , সে বলল আমাকে একটা পিস্তল এনে দ্যাও , তাকে পিস্তল দেয়া হল সে তা দিয়ে আত্মহত্যা করল ।
এবার বাঙ্গালীর পালা , সে অনেক ভেবে চিন্তে বলল , আমাকে একটা কাঁটা চামচ এনে দ্যাও । তারা এনে দিল , সে চামচ নিয়েই নিজের গায়ে তা দিয়ে আঘাত করতে লাগল , আর বলতে লাগল
,আমার চামড়া দিয়ে তোরা ডুগডুগী আর নৌকার খোল কেমনে বানাস দেইখা লমু ।
২।
আমেরিকান এক সায়েন্টিস্ট এক কম্পিউটার আবিস্কার করল । সে গ্যারান্টী দিয়ে বলল , কেউ যদি এমন কোন গল্প শুনাতে পারে যে কম্পিউটার তা বিশ্বাস করল না , তাহলে কম্পিউটার নিজে নিজেই ধংস হয়ে যাবে ।
এবং যে এটা করতে পারবে তাকে অনেক টাকা পুরস্কার দেয়া হবে ।
তো এক নামী দামি আমেরিকান বিজ্ঞানী আসল এসে বলা শুরু করল ,
কাল রাতে বাসায় গিয়ে দেখি আমার বৌ রাগ করে বসে আছে , তাকে একঘন্টার মধ্যে হিরার হার এনে দিতে হবে ।
কিন্তু হিরার তো অনেক দাম । তাই আমি প্রথমে মঙ্গল গ্রহে গেলাম , সেখানে খুজাখুজি করেও কোন হিরা পেলাম না । তার পর বৃহস্প্রতি ঘুরে শেষে ইউরেনাসে পেলাম । তা নিয়ে গয়নার দোকানে গিয়ে গয়না বানালাম , তারপর একঘন্টার মধ্যে বৌকে এনে দিলাম ।
এই গল্প বলার পরে কম্পিউটার আকপটে তা বিশ্বাস করে নিল ।
সে যুক্তি দিল অদুর ভবিষ্যতে তা হয়তো সম্ভব হতে পারে ।
এরপর এল , একজন রাশিয়ান রাজনীতিবিদ , সে বলল
আমি একজন রাজনীতিবিদ । আমার দেশের প্রত্যেকটি জনগন আমাকে খুব ভালোবাসে । তারা আমার সকল কথা বিশ্বাস করে । আমার নির্দেশ পালন করে চলে ।
আমার প্রতিপক্ষও কখনো আমার সমালোচনা করেনা । আমি সব সময় ১০০% ভোট পাই । এবং আমার জীবনে আমি কখোনো দুর্নীতি করিনি ।
কম্পিউটার এবারো বিশ্বাস করে নিল
এরপর আরো অনেক বিদ্যান , জ্ঞানী গুনী লোক আসল কম্পিঊটার সবার কথা বিশ্বাস করে নিল ।
শেষ পর্যন্ত এল একজন বাংলাদেশী শমিক।
সবাইতো প্রথমে তাকে পাত্তাই দিল না । হাতি ঘোড়া গেল তল আর মশা বলে কত জল । তো অনেক অনুরোধের পর তারা তাকে সুযোগ দিল ।
সে বলতে লাগল , মহাবিশ্বে একটা সৌরজগৎ আচে , সেই সৌরজগৎ এ একটা নক্ষত্র আচে যার নাম ছিল সূর্য । সেই সূর্যের একটা গ্রহ আঁচে যার নাম পৃথীবি ।
সেই গ্রহে একটা মহাদেশ আছে যার নাম এশিয়া । সেই মহাদেশের দক্ষিন প্রান্তকে বলা হয় দক্ষিন এশিয়া । সেই দক্ষিন এশিয়ার একটি দেশ বাংলাদেশ । এই বাংলাদেশে একজন ভাল লোক আছে .......
লোকটা আর বলার সুযোগ পেল না কম্পিউটার ধংস হয়ে গেল ।
পিং পং বল চাই (একখান পেইনফুল জোলাসী জোকস )
[ কৌতুক গুলো শুধুই মজা করার জন্য , সুতরাং কেউ ডিফেন্সিভ নেবেননা দয়া করে ]
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।