আমি দুয়ার খুলে বের হয়ে জোছনা ধরতে যাই। আমার হাত ভরতি চাঁদের আলো ধরতে গেলে নাই!
"জিতে গা ভাই জিতে গা, পাকিস্তান জিতে গা"
"পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ"
-ভাই ভালো আছেন?
-হ্যা ভাই, আমাদের পাকিস্তানি ভাইদের খেলা দেখসেন নাকি? পাকিস্তান জিতবেই জিতবে।
-ভাই এইটা কোন সাল যেন?
- ওই মিয়া ফাইজলামি মারান? যান যান খেলা দেখতে দেন [স্লোগান ঃ "জিতে গা ভাই জিতে গা, পাকিস্তান জিতে গা"]
-ভাই কি ১৯৭১ ভুলে গেসেন? জানেন কি হয়েছিলো ৭১ এ?
- ওই মিয়া পুরাণ কথা মারান কেন? হইসিলো একটা গ্যাঞ্জাম। আমগোর মুসলিম ভাইগোর থেইকা আলাদা করানোর জন্য গ্যাঞ্জাম হইসিলো।
-একবারও কি আপনার কানে ওই ত্রিশ লক্ষের আর্তনাদ কানে বাজে না? বিবেকে বাধে না, স্বাধীন বাংলাদেশে "পাকিস্তানের" পতাকা গালে এঁকে , জার্সি গায়ে দিয়ে পাকিস্তানের নামে চিৎকার করতে।
একটু লজ্জাও কি লাগে না??
- শোনেন ভাই অনেক হইসে, এইবার যান, প্লিজ খেলার সাথে রাজনীতি মিলায়েন না। [স্লোগান ঃ "জিতে গা ভাই জিতে গা, পাকিস্তান জিতে গা"]
-সরি, বদি।
-কি?
-সরি, জুয়েল।
-সরি, আজাদ।
-সরি, রুমি।
-সরি, ত্রিশ লক্ষ আর্তনাদ।
-ওই মিয়া, কি তখন থেইকা সরি সরি বলতেসেন?? সমস্যা কি??
- জি ভাই, আপনাকে "সরি" বলি নাই।
[যে সব বঙ্গে জন্মি হইয়াছে "ভারতীয়" / "পাকিস্তানি"; সে সব কাহার জন্ম, নির্ণয় ন জানি। "]
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।