আমাদের কথা খুঁজে নিন

   

নোয়াখালী সেনবাগে ইভটিজিং, মাদক, যৌতুক ও বাল্যবিবাহ বিরোধী সস্রাধিক লোকের সাইকেল শোভাযাত্রা



নোয়াখালীর সেনবাগ উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার ইভটিজিং, মাদক, যৌতুক ও বাল্যবিবাহ বিরোধী এক সাইকেল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রার নেতৃত্ব দেন সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আনোয়ার পাশা। সহাস্রাধিক মানুষের এ সাইকেল শোভাযাত্রায় উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের ছাত্র-শিক্ষকরা রং বেরংয়ের পেষ্টুন ব্যানার নিয়ে অংশ নেয়। শেষে উপজেলা পরিষদ চত্বরে মুক্তিযোদ্ধের স্মৃর্তিস্তম্বে উপস্থিত সকলকে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আনোয়ার পাশা। সকালে ইউএনও’র নেতৃত্বে উপজেলার ছাতারপাইয়া এবং মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুর রহিম খাঁনের নেতৃত্বে কুতুবেরহাট থেকে উপজেলা সদরমুখী সাইকেল শোভাযাত্রা বের হয়।

এরপর শোভাযাত্রা দুইটিকে উপজেলা সদরে স্বাগত জানায় পূর্ব থেকে অবস্থান নেওয়া এ কমিটির সদস্য সচিব এমএ আউয়ালের নেতৃত্বে অপর একটি সাইকেল শোভাযাত্রাদল। শোভাযাত্রা চলাকালে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে সর্বস্তরের লোকজনকে হাত নেড়ে অভিনন্দন জানাতে দেখা যায়। এর পর উপজেলা পরিষদ চত্বরে মুক্তিযুদ্ধের স্মৃর্তিস্তম্ব চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আনোয়ার পাশার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সেনবাগ সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল জলিল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহীন আক্তার কানন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুর রহিম খাঁন, সেনবাগ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমএ আউয়াল, নবীপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম কমান্ডার, উপজেলা যুবলীগ আহবায়ক আলী আক্কাস রতন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গোলাম কবির, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম বাবু প্রমুখ বক্তব্য রাখেন। শেষে দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আনোয়ার পাশা- সমবেত লোকজনকে ইভটিজিং, যৌতুক, বাল্যবিবাহ ও মাদক বিরোধী শপথ বাক্যপাঠ করান।

#

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.