সকল প্রসংশা আল্লাহর জন্য। আমার চলমান মেইল এড্রেস ঃ shimantodhk2010@gmail.com ,
যারা উইন্ডোস এক্সপি ইউজ করেন তাদের কে ডায়ালাপ করার জন্য নিম্নোক্ত প্রকিয়া অনুসরন করতে হবে।
আপনার পিসিতে ডেক্সটপে রাইট ক্লিক করে প্রোপাটিজে গিয়ে । ছবির সাথে থাকুন তাহলে সব ক্লিয়ার হয়ে যাবেন।
আপনার ডায়ালার টি কানেক্ট কয়ে যাবে।
যদি নিম্নোক্ত এরর গুলো দেখায় তাহলে সমাধান গুলো নিম্ন রুপ হবে।
) ডায়াল করার পরে যদি এরোর ৭৬৯ দেখায় তাহলে আপনার ল্যান কার্ড টি ডিসেবল করা আছে। সেটা এনাবল করে নিন, এর পরে আবার ডায়াল করুন, আপনার নেট কানেক্ট হয়ে যাবে।
) যদি ৬৯১ দেখায় তাহলে আপনার ইউজার নেম আর পাসোয়ার্ড ভুল হচ্ছে, দয়া করে আবার ভালো ভাবে ইউজার নেম আর পাসওয়ার্ড বসান। এর পরে ডায়াল করুন।
) যদি ৬৭৮ দেখায় তাহলে লাইনে বা আপনার ল্যান কার্ডে সমস্যা থাকতে পারে, বা আপনার ওপারেটিং সিস্টেমেও সমস্যা থাকতে পারে। সাহায্যের জন্য আপনার আইএসপি প্রোভাইডার কে ডাকুন।
) যদি ৬৯২ দেখায় তাহলে ধরে নিতে পারেন, আপনার লাইনে হাব/সুইচে সমস্যা আছে। আপনার ল্যান কার্ডেও সমস্যা থাকতে পারে, সাহায্যের জন্য আপনার আইএসপির সাথে যোগাযোগ করুন।
) যদি ৬৩৩ দেখায় তাহলে ল্যান কার্ড সফটোয়্যার আন ইনস্টল হয়েছে , সেটা ইনস্টল করুন আবার।
তাছাড়া আপনার একাধিক ডায়ালার থাকতে পারে। কোনো একটি ডায়ালার দিয়ে আগে কানেক্ট করা থাকলেও এই ৬৩৩ এরর দেখাতে পারে।
এই ছাড়া অন্য এরর গুলা আসলে সেগুলো লাইনের কলিশনের এরর। আপনার পিসি থেকে লাইন খুলে ফেলুন আর আইএসপি কে খবর দিন।
আরেকটি টিপস।
আপনি পিং করে দেখুন আপনার নেটের কোনো পেকেট লস্ট হচ্ছে কিনা। যেমন ঃ ping –t http://www.yahoo.com এই লিখাটি আপনার পিসির রানে গিয়ে ডস কমান্ডে গিয়ে লিখুন আর এন্টার চাপুন কমপক্ষে ৩০টি পেকেট রিপ্লাই পর্্যন্ত দেখুন। যদি পেকেট লস্ট ১০% এর বেশী হয় তাহলে আপনার আই এসপি কে খবর দিন। কারন ১০% বেশী পেকেট লস হলে আপনার নেট স্লো হয়ে যাবে।
আরো পরামর্শ চাইলে কমেন্টে দিতে পারেন
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।