Khan IT Source
কোথাও আমি নেই
মানুষের ছায়ার ভীর ঠেলে
কেউ খুঁজে পেলো না আমাকে
না সুখে - না দুখে
না কারো নিশ্বাস নেয়া বুকে,
কোথাও আমি নেই ।
এই শরীরেও আমি নেই
বিশ্বাসের মৃত রক্ত পরে থাকা
শরীর খোয়া মাটির ধুলোয়
খুব একা নিভৃত নির্লিপ্ত
কোথাও আমি নেই ।
কেউ খুঁজে পেলো না আমাকে
অথচ' বদলে যাচ্ছে তাঁরা,
কারো হাতের অনুভবে আমি নেই
লোকদেখানো অস্তিত্তের ভাগ--
ছিঁড়ে চিঁরে কেরে নিচ্ছে
যতটুকু নিয়ে সুখি ভাবতে পারে,
তাঁদের কোথাও আমি নেই ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।