পা
ছোট বেলা থেকেই নিজ ধর্মের প্রতি অগাধ ভক্তি ছিল, আর ভক্তি থাকা তো অস্বাভাবিক ছিল না কারন পৃথিবীর সবচেয়ে মহত এবং সেরা ধর্ম হল
আমার ধর্ম " ইসলাম "। এবং আমি নিজেকে এ কারনে খুবই সোভাগ্যবান
মনে করতাম। ছোটবেলা থেকেই ধর্মপরায়ন থাকলেও কোন গোরামি আমার মাঝে ছিল না। ছোট বেলায় আমার দুজন বরই ঘনিস্ট বন্ধু ছিল
হিন্দু এবং বৌধ্ব । ক্লাস ফাইভে তাদের সাথে ঘনিস্টতা বেশী ছিল।
U - টার্নের শুরু>>
ক্লাস ফাইভে থাকার সময় আমরা তিনজন সবসময় একসাথে থাকতাম আর সব সময় ভাবতাম কিভাবে ভাল কাজ করা যায়। এ সময় একদিন হরতালের সময় খবর পেলাম আমাদের স্কুলের সামনে একটা বোমা পাওয়া
গেছে। তখনি আমরা তিন জন ঠিক করলাম আমরাই এি বোমা ধ্বংশ করব।
আমরা যখন বীর বিক্রমে যাচ্ছিলাম তখনি আমার হিন্দু বন্ধু থেমে গিয়ে আমাদের বাকি দুজনকে বলল সে একাই োখানে যাবে কারন বোমা ধংশ
কারার সময় ও যদি মারা যায় ও তো সোজা স্বর্গে যাবে কিন্তু আমরা বাকি দুজন এই অল্প বয়সে নরকের শাস্তি ভোগ করব। এ কথা শুনে আমি ওরা বলছিলাম ওরে গাধা , আমি মরলে ত হব শহীদ আর তোরা এট ভাল কাজ করেও দোজখে যাবি তখন আমার বৈধ্ব বন্ধু ও েমন কিছুই বলল।
তখন আমি পরিস্হিতি হালকা করার জন্য বললাম আমি মরলে যাব বেহেস্ত হিন্দু বেটা মরলে যাবে স্বর্গে আর তুই মরলে বেহেস্ত আর স্বর্গের মাঝে ট্রাফিক কন্টোল করবি।
সেদিন মজা করলেও এই ঘটনা আমার মনে অনেক প্রশ্ন সৃষ্টি করল। আমি ভাবতে লাগলাম যে আমরা তিন জনই প্রায় একইরকম ছিলাম কিন্তু আমি শুধু মুসলমান ঘরে জন্ম নিয়েছিলাম বলে আমি আজ মুসলিম আর তাই আমি ওদের দুইজন থেকে সেরা। আমাদের জন্মের উপর আমাদের নিজের যেমন হাত নাই তেমনি হাত নাই আমি কি ধর্ম পালন করব তার উপর
কারন আজ যদি আমার জন্ম কোন হিনদু পরিবারে হত তবে হ্য়ত আমি আজ নামাজ না পরে পুজাই করতাম। তাহলে আমার অন্য ধর্মের বন্ধুদের দোষ কি? কেনওরা কোন খারাপ কাজ না করেও দোযখে যাবে।
আবার হিন্দু দৃষ্টি কোন থেকে দেখলে কোন মন্দ কাজ না করার পরও কেন আমি স্বর্গে যেতে পারব না? এভাবেই আমার এতদিনের বিশ্বাস ইউ টার্ন মারা শুরু করল.........।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।