যেন এ এক পুরান খেলা । ধুলো ওড়ে, মাটির পথে। জেনো তুমি,আমি হাটি এই পথে
একটা কথা চালু আছে থাপ্পড় সম্পর্কে,এক গালে থাপ্পড় খেলে আরেক গাল বাড়িয়ে দেয়া লাগে আরেকটা থাপ্পড় খাওয়ার জন্যে!!!!!
১৩ বছর আগের কথা। হঠাৎই একটা থাপ্পড় খেলাম শ্যামলের! আজব!নর্থ হোস্টেলের ঐ কোণার রুমটাতে ক্যান যে থাপ্পড় খেলাম,সেই ব্যাকগ্রাউন্ডটা আমার আজ আর মনে নেই(আমি নিশ্চিত,শ্যামলের মনে আছে এখনো )। অবশ্য এই থাপ্পড়ের রেশ বেশিক্ষণ ছিল না,একটু পরেই আবার সেই গাল গপ্পে মেতে উঠেছিলাম।
(ফ্রোজেন টাইমস!!!!আর আইবো না)
থাপ্পড়ের এই ঘটনা মনে পড়ে গেল শ্যামলের প্রবাস জীবনের প্রারম্ভে ।
ম্যালাদিনের বন্ধু্ত্ব,
টিভি রুমে খেলা দেখা আবার কখনো কখনো বড় বড় চোখ করে ছিঃনেমা দেখা,কামরুল স্যারের কাছে হুদাই ফিজিক্স ব্যাচে পড়তে যাওয়া আর অনেক শখ করে মাঝে মাঝে বোগদাদ হোটেলের মোঘলাই........... আর শেষ সেগমেন্টে বয়লারে আড্ডা/সিগারেট শেয়ারিং/29’র জম্পেশ আউয়ারিং........ ভোলা যাবেনা।
এই রকম স্মৃতি হাতড়ানো সময় নস্টালজিক হয়ে যাবে। কাছের মানুষেরা এখন আর কেউ কাছে নাই।
তাই আজ আবার ইচ্ছে হলো আরেকটা গাল পেতে দিতে,আরেকটা থাপ্পড় খাওয়ার জন্যে,তাও যদি পুরান দিন ফেরত পাওয়া যায়!
চোখ বন্ধ করে ছিলাম অনেকক্ষণ;মনে হলো,কি যেন মুচড়ে উঠলো বুকের ভিতর...........
শ্যামল..........ভালো থাকিস আজীবন।
*****
এই লেখাটি ফেইসবুকে পোস্ট করার পর বন্ধু শ্যামলের কথায় আমার চোখে জল এনে দিল। বন্ধুত্ব বেঁচে থাকুক সব জনমে।
শ্যামলের সেই রিপ্লাইটা পোস্ট করে দিলাম এই খানে..........
"মামা, জান কুরবান তোমার জন্য। জীবনে মানুষ কত কিছুই না পায়, কত কিছুই না হারায়, বন্ধুর মত জিনিস যেন আর হয় না। ত্রিশের কোঠায় পা দিয়ে ফেললাম অথচ ভাবতেই অবাক লাগে আমরা এখনো সেই জাভেদ, জিয়া, সাইফ, ইকবাল, রাসেল,মাহতাব, ............ এদের কথা মনে হলেই মনে হয় আমরাই আমরা বুঝি একই সাথে জন্মেছি।
তারপর জিয়া সিগারেট ধরল, জাভেদ লেখালেখি কিন্তু বোধ টা তেমনি আছে। বন্ধুত্ব আমাদের তেমনি আছে।
বুয়েটে যুক্ত হলো শাকিল, আব্বা, মহিউদ্দিন; চাকরিজীবনে জামিল। যাদের সাথে একটা বিষন্ন বিকেল কাটিয়ে ফিরলে মূসা ইব্রাহিমকে পেছনে ফেলতে পারি।
মনে হয় সেদিন ও নর্থ হোস্টেলে আড্ডা মারতাম; মনে হয় ডাইনিং এ খেয়ে আবার উর্মিলার "ও বাবুরে গান" শুনতে যামু।
জাভেদ লেখাটা তোর মনের মতই খাটি, কোনদিন হৃৎপিন্ড লাগলে আমার টা নিস"
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।