ন্যাকামো ভীষণ অপছন্দ, যদিও বাধ্য হয়ে সহ্য করি! সোনালী ব্যাংকের রূপসী বাংলা হোটেল শাখা থেকে হলমার্ক গ্রুপের মালিক তানভীর মাহমুদ মাত্র দুই হাজার ৬৮৬ কোটি ১৪ লাখ টাকা জালিয়াতির মাধ্যমে তুলে নেন।
গতকাল তিনি বলেছেন:
‘মৃত্যুর আগে সরকারি ব্যাংকের সব ঋণ পরিশোধ করবো!’
‘আমি যে পরিমাণ ঋণ নিয়েছি, তার চেয়ে ২০ গুণ বেশি সম্পদ আমার রয়েছে। আর ব্যাংক থেকে নেওয়া সাড়ে ২৬০০ কোটি টাকা ঋণ মরার আগে “পাই টু পাই” ফেরত দেব। ’
‘কাউকে কোনো গাড়ি উপহার দেয়নি। গ্যারেজে থাকা (দামি) গাড়িগুলো আমার ও আমার স্ত্রীর!’
তানভীর ও তাঁর স্ত্রী যে পাজেরো জিপে করে দুদকে যান, সেটি ছিল নম্বরবিহীন।
গাড়িতে নম্বরপ্লেট বা AFR লেখা বোর্ডও লাগানো ছিল না। এ বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন:
‘গাড়িটি নতুন কিনেছি, সময় পাইনি। ’
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা মোদাচ্ছের আলী প্রসঙ্গে তিনি বলেন:
‘উপদেষ্টা দু-তিনবার আমার বিভিন্ন অনুষ্ঠানে এসেছেন। আমি যে কাউকে দাওয়াত দিতেই পারি। এটা অপরাধ নয়।
’
তবে মাননীয় যোগাযোগ (থাপ্পড়) মন্ত্রীর সামনে পড়লে তিনি করতেন - তা জাতি দেখতে চায়।
কারণ ১০০ টাকা বেশি নেয়াতে সবার সামনে বলরাম দাসকে ১ টি থাপ্পড় দেয়ায় তিনি পেয়েছেন ১০০০ তালি - তাহলে ঐ অনুপাতে এখানে যা হয় তা লাগবে না, ১ টি দিলেই মন্ত্রী পেতে পারেন ১৬ কোটি তালি! ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।