পথসভা করতে গিয়ে থাপ্পড় খেলেন ভারতের হরিয়ানার মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডা। আজ দুপুরে হরিয়ানার পানিপথে এ ঘটনা ঘটেছে। গ্রেফতার করা হয়েছে কমল মুখিজা নামে অভিযুক্ত তরুণকে।
আজ কংগ্রেসের একটি পথসভায় অংশ নিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডা। একটি হুড খোলা জিপে ছিলেন তিনি। পথসভা চলার সময় হঠাৎই রাস্তার ধার থেকে জিপের কাছে চলে আসে ওই তরুণ। সপাটে থাপ্পড় বসিয়ে দেয় রাজ্যের মুখ্যমন্ত্রীর গালে। সঙ্গে সঙ্গেই অভিযুক্তকে গ্রেফতার করেন নিরাপত্তারক্ষীরা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।