আল বিদা
বেশ কিছুদিন যাবৎ কিছুটা স্ট্রেসের মধ্যে দিনাতিপাত করিতেছিলাম। শেষকালে মনে হইল এইবার পলায়ন করিতে হইবে। কোথাও যাইতে হইবে। কোথায় যাওয়া যায় তা ভাবার সময় খরচের কথা ভেবে ৩টি অপশন আসিল। ভারতবর্ষ, নেপাল আর থাইল্যান্ড।
ভারতবর্ষ আগে একাধিকবার গমন করা হেতু এবং নেপাল নিয়া বিশেষ একটা প্ল্যান থাকার কারনে থাইল্যান্ডকেই সিলেক্ট করলাম। তাছাড়া থাইল্যান্ডের নাম নিলে আমার অভ্যন্তরের সকল কুপ্রবৃত্তি একত্রে জাগিয়া ওয়াজ শুরু করিয়া দেয়। সিদ্ধান্ত চূড়ান্ত করিলাম যাইব, তবে সাথে বউ, মোবাইল আর রেডিও নেয়া যাইবে না। এক্ষেত্রে বাসায় কোন সমস্যা ন হইলেও আমার বন্ধু যে একটি ট্রাভেল এজেন্সি এবং ট্যুর অপারেশন কোম্পনী দাড় করিবার চেষ্টায়রত সে কিছুতেই আমার সিংগেল টিকেট কাটবে না। তাকে অনেক বুঝাইয়া বিমানের টিকেট কাটিলাম।
ঠিক হইল ১৮ তারিখ সকালের ফ্লাইটে যাইব। রিটার্ন করিলাম ২১ তারিখের।
এই ট্যুরের বর্ননা আগামীকাল হইতে চলিত ভাষায় দেয়ার ইচ্ছা পোষন করিলাম। তবে চিত্র হয়ত থাকবে না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।