আমাদের কথা খুঁজে নিন

   

বসুন্ধরা সিটির সম্মুখে ব্লগারদের মেলা বসেছে-(কালপুরুষ, মুহিব, সুনীল, মেজবাহ যায়েদ, মিলটন)। আমরা শাশ্বত সত্যকে বাঁচাতে চাই।

ভালবাসি প্রাণ প্রিয় মা ও জন্মভূমিকে
বসুন্ধরা সিটির সম্মুখে ব্লগারদের মেলা বসেছে-(কালপুরুষ, মুহিব, সুনীল, মেজবাহ যায়েদ, মিলটন আরও অনেকে, সবার নাম মনে করতে পারছিনা) এ মেলা শাশ্বত-কে বাঁচানোর মিলন। এরি নাম মানবতা। স্যালুট তোমাদের, তোমাদের শ্রম বৃথা যেথে পারে না। আমরা শাশ্বত সত্যকে বাঁচাতে চাই। বাকীরাও আসুন-রাত ৮টা পর্যন্ত সবাই থাকবে।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।