আমরা আন্দোলন করি অপসংস্কৃতি রোখতে। মানে ঢোল, তবলা, আর মিউজিকের নোংরা জগত থেকে জাতিকে মুক্তি দিয়ে সুস্থ সংস্কৃতি বিকশিত করে বাজনাহীনা গানের ঝংকারে বিমোহিত করতে। হাসসান বিন সাবিতের উত্তরসুরি হয়ে থাকতে।
আশান্বিত হয়েছিলাম আমরা "মুহিব খান"র মতো একজন শিল্পি, কবি পেয়ে। মনে করেছিলাম মুহিব খানই বোধহয় তারই হাসসান বিন সাবিতদের কোন প্রতিচ্ছবি।
কিন্তু !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ইয়ে মেরা ওয়াতান শুন... একটু হোচট খেলেও "আবার যুদ্ধ হবে" শুনে মনে হচ্ছে আমাদের আশার গুড়ে কে জানি বালি দিয়েছেন। "মুহিব খান"? মানতে বড় কস্ট হয়।
মুহিব খানের এ টাইপের এ্যালবামের শানে নুযুল কি?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।