আজ কম্পিউটার খুলে দেখি তাপমাত্রা ১৯ লেখা। বিদেশে তো ভাল ঠান্ডা। কোথাও তুষার ঝরছে। শীতপ্রধান এলাকায় যারা আগে থেকে আছেন, তারা কিছুটা অভ্যস্ত। তাদের একরকম আর যারা নতুন গিয়েছেন তারা ভুগবেন হয়তো কিছুটা বেশী।
শুরু থেকেই সাবধান।
শীতের কাপড় বের করার সময় হয়ে গেছে। হাল্কা ফুলহাতা কিছু গায়ে দিলে চলছে। কিন্তু খেয়াল না রাখলে ঠান্ডা লাগতে পারে। কমেছে তাপ, বেড়েছে মশার উৎপাত।
অল্প, কিন্তু ভয়ংকর বিরক্তিদায়ক। গরম কাপড় গায়ে দাও। কয়েল জ্বালাও, স্প্রে কর, সব ঘরে দাও। মশারী ব্যবহার কর। ব্লগিং, মশারীর ভেতর......!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।