সক্রেটিস
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ৩৬টি গাছ কেটে ফেলেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিভিন্ন জাতের গাছগুলো ছিল মূল ফটক থেকে শহীদ মিনার পর্যন্ত বিস্তৃত সড়কদ্বীপে।
কর্তৃপক্ষ গাছ কাটার পেছনে যুক্তি হিসেবে বলছে, মূল ফটক থেকেই যাতে শহীদ মিনার দেখা যায়, সে জন্য এটি করা হয়েছে।
বাহ !! কি দারুন যুক্তি।যে সকল শহীদের স্মরণে শহীদ মিনারের সৃষ্টি বোধ করি তাঁরা ব্যাপারটিকে ভালভাবে নিতেন না।মূল ফটক থেকে শহীদ মিনার দৃষ্টিগোচর করার জন্যই এসব করা হচ্ছে নাকি আসলে সরকারের কোন এক অংশকে তেল মারার মধ্য দিয়ে স্বার্থসিদ্ধি করা হচ্ছে? শিক্ষক-ছাত্রদের বাধার মুখে এই অপকর্ম একবার থেমে গেলেও ঈদের ছুটিতে চুপি চুপি এবার এত গুলো গাছ কেটে ফেলা হল।এইসব ভদ্রবেশি দুর্বৃত্তদের হাত থেকে আমাদের দেশকে দেশের পরিবেশকে বাঁচাতে আমাদের সকলের এগিয়ে আশা উচিত।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।