আমাদের কথা খুঁজে নিন

   

মানবাধিকারের বুলি আওড়ানোয় যুক্তরাষ্ট্রকে উপহাস করল ইরান

স্ববিরোধিতা আমার পছন্দ নয়। সর্বদা স্রোতর পক্ষে চলা আমার স্বভাব নয়। সব পুরাতন বাতিল নয়। চলার পথে সহযাত্র্রীরা সম্পদ। পরামর্শের মত সাহায্য নেই।

সব চাইতে অসহায় সেই ব্যক্তি যার কোন ভ্রাতৃ-প্রতিম বন্ধু নেই। কিন্তু আরো অসহায় সেই ব্যক্তি যে এহেন বন্ধু পেয়ে হারায়

২১ নভেম্বর (রেডিও তেহরান) : ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিটির প্রথম ডেপুটি চেয়ারম্যান হোসেইন ইব্রাহিমী যুক্তরাষ্ট্রকে উপহাস করে বলেছেন, এ দেশটি যখন মানবাধিকারের বুলি আওড়ায় তখন তা নিতান্তই হাস্যকর বিষয়ে পরিণত হয়। তিনি বলেন, বিশ্বে সবচেয়ে বেশি মানবাধিকার লংঘন হচ্ছে যুক্তরাষ্ট্রের হাতে আর তারাই কিনা মানবাধিকারের জন্য মায়াকান্না করছে। তিনি আজ এক সাক্ষাতকারে এ সব কথা বলেছেন। হোসেইন ইব্রাহিমী বলেন, চাপ সৃষ্টি করে জাতিসংঘ সাধারণ পরিষদকে দিয়ে ইরানের বিরুদ্ধে প্রস্তাব পাস করানোটাই মার্কিন মানবাধিকার লংঘনের একটা ভালো প্রমাণ।

জাতিসংঘে পাস হওয়া এ রিপোর্টের কোনো আইনগত ভিত্তি নেই বলেও তিনি মন্তব্য করেন। হোসেইন ইব্রাহিমী বলেন, যুক্তরাষ্ট্রের মতো মানবাধিকার লংঘনকারী দেশ যদি ইরানের বিরুদ্ধে মানবাধিকার লংঘনের অভিযোগ আনে তখন তার বিশ্বস্ততা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে। ইরাক ও আফগানিস্তান হচ্ছে মার্কিন মানবাধিকার লংঘনের সবচেয়ে বড় উদাহরণ বলে তিনি মন্তব্য করেন। তিনি আরো বলেন, বিশ্বের বিভিন্ন জায়গায় গোপন ও প্রকাশ্য মার্কিন কারাগার রয়েছে এবং এ সব বন্দিশালায় বিনা বিচারে বছরের পর বছর বহু মানুষ আটক রয়েছে। এরপরও মার্কিন প্রশাসন কিভাবে মানবাধিকারের কথা বলে তা নিয়ে প্রশ্ন তোলেন হোসেইন ইব্রাহিমী।

যুক্তরাষ্ট্র মানবাধিকারের বিষয়টিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে বলেও তিনি সুস্পষ্টভাবে অভিযোগ করেন। আর এ সব কারণে একশ'রও বেশি দেশ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে তিনি উল্লেখ করেন। সম্প্রতি, ইরানের বিরুদ্ধে যে প্রস্তাব পাস হয়েছে তার পক্ষে ভোট দেয়নি ১১০টি দেশ। #

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.