আমাদের কথা খুঁজে নিন

   

‘মানবাধিকারের নামে অধিকার হরণও আপরাধ’

রোববার স্বরাস্ট্র মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের বলেন, “তার বিরুদ্ধে অভিযোগ তদন্ত করা হচ্ছে। তদন্ত করে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে। ”
আদিলকে গ্রেপ্তারের প্রতিবাদে অন্য মানবাধিকার সংগঠনগুলো সোচ্চার হলে সরকার কি করবে জানতে চাইলে মন্ত্রী বলেন, “মানবাধিকারের নামে অন্যর অধিকার হরণ করা আপরাধ। যেসব দেশ মানবাধিকার রক্ষায় উচ্চকণ্ঠ, সেখানেও এসব মেনে নেয়া হয় না। এ গ্রেপ্তার নিয়ে কেউ সোচ্চার হবে তা মনে করি না।


হেফাজতবিরোধী মতিঝিল অভিযান নিয়ে তথ্য বিকৃতির অভিযোগে শনিবার রাতে আদিলকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশের একটি দল।
ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র মাসুদর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মতিঝিল অভিযান নিয়ে বিকৃত তথ্য ও ছবি প্রচারের মাধ্যমে তথ্যপ্রযুক্তি আইন লঙ্ঘনের অভিযোগে অধিকারের সেক্রেটারিকে গ্রেপ্তার করা হয়েছে।
শাপলা চত্বর থেকে হেফাজতে ইসলামের কর্মীদের তুলতে গত ৫ মে রাতে আইনশৃঙ্খলা বাহিনী যে অভিযান চালায়, তাতে ৬১ জন নিহত হয় বলে অধিকার এনিয়ে তাদের প্রতিবেদনে উল্লেখ করে।
মতিঝিলে গণহত্যা চালানো হয়েছিল বলে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতারা দাবি করলেও সরকারের পক্ষ থেকে বলা হয়, ওই অভিযানে কেউ মারা যাননি। কেউ মারা গেলে তাদের স্বজনরা অন্তত খোঁজ জানতে চাইত।


রোববার পুলিশের মিডিয়া সেন্টারে এক সংবাদ ব্রিফিংয়ে যুগ্ম কমিশনার মুনিরুল ইসলাম বলেন, “এনজিও হিসাবে নিবন্ধিত অধিকার নামের বেসরকারি প্রতিষ্ঠানটি একটি উদ্দেশ্যমূলক প্রতিবেদন প্রকাশ করেছে, যাতে দেখা গেছে, ওইদিন (৫ মে) দিনের বেলায় যারা হেফাজতের হামলায় মারা গেছে, তাদের ছবি জড়ো করে ফটোশপের মাধ্যমে তারা রাতের ঘটনা বলে বিকৃত তথ্য উপস্থাপন করেছে। বাংলা ও ইংরেজি ভাষায় ওই প্রতিবেদন তাদের ওয়েবসাইটেও দেয়া আছে।  
“এতে আইনশৃঙ্খলা বাহিনী, সরকার তথা রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষূন্ন হয়েছে। ধর্মপ্রাণ মুসলমানদের ওপর বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। এটি তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারার ১ ও ২ উপধারায় অপরাধ।

” 
ওই প্রতিবেদনের দিকে ইংগিত করে স্বরাষ্ট্রমন্তীও সচিবালয়ে সাংবাদিকদের বলেন, “মানবাধিকারের নামে দেশের ইমেজ নষ্ট করা অপরাধ। ”
নিবন্ধন বাতিল করায় মঙ্গল ও বুধবার জামায়াতে ইসলামীর ডাকা হরতালের বিষয়ে মন্ত্রী বলেন, “আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল আহ্বান করা আদালত অবমাননার শামিল, কারণ আদালতের ওপর চাপ সৃস্টি করা আদালত অবমাননা। ”
এ ব্যাপারে সরকার কোনো পদক্ষেপ নেবে কিনা জানতে চাইলে তিনি বলেন, আদালতই বিষয়টি দেখবে।
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্তের অগ্রগতি জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “তদন্ত জোরেসোরে চলছে, কোন স্থবিরতা নেই। এখানে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।


এবার ঈদ শাস্তিপূর্ণভাবে হয়েছে দাবি করে আগামী ঈদও শান্তিপূর্ণভাবে হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.