" আমরা দেশের স্বাধীনতা কে সমর্থন করি । আমরা সাধারন অপরাধী । আর ওরা যুদ্ধাপরাধী রাজাকার , আলবদর , আলশামস । আমরা ওদের সাথে একসাথে ঈদের নামাজ পরবোনা । " --
এবং পরেওনি ।
মানুষের ঘৃনার এক অসামান্য দৃষ্টান্ত ।
হ্যা ঢাকা সেন্ট্রাল জেলের কয়েদীদের এই ছিল এই ঈদে যুদ্ধাপরাধীদের প্রতি প্রতিক্রিয়া ।
মানুষের আত্মার অভিশাপ , খোদার আরশও কেপে উঠবে অভিশাপে - নিজামীরা সেই অভিশাপেই ধ্বংস হবে । জয় বাংলা ।
তোদের আমি অভিশাপ দিচ্ছি
প্রত্যহ দিনের শেষে ........ এক টুকরো শুকনো রুটি চাইবি ব্যাকুল
কিন্তু রুটি তোর প্রসারিত থাবা থেকে রইবে
দশ হাত দূরে সর্বদাই।
অভিশাপ দিচ্ছি
... তৃষ্ণায় পানপাত্র প্রতিবার
কানায় কানায় রক্তে উঠবে ভরে, যে রক্ত বাংলায়
বইয়ে দিয়েছিস তুই হিংস্র
জোয়ারের মত।
অভিশাপ দিচ্ছি
স্নেহের কাঙ্গাল হয়ে তুই
ঘুরবি ক্ষ্যাপার মতো এ পাড়া ওপাড়া,
নিজেরি সন্তান তোর থেকে
প্রখর ফিরিয়ে নেবে মুখ,
আমি অভিশাপ দিচ্ছি এতোটুকু আশ্রয়ের জন্য, বিশ্রামের
কাছে আত্মসমর্পণের জন্যে
দ্বারে দ্বারে ঘুরবি তুই প্রেতায়িত
সেই সব মুখের উপর
দ্রুত বন্ধ হয়ে যাবে পৃথিবীর প্রতিটি কপাট,
অভিশাপ দিচ্ছি।
অভিশাপ দিচ্ছি,
অভিশাপ দিচ্ছি... ...
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।