আমাদের কথা খুঁজে নিন

   

স্থূলতা মহামারি আকার ধারণ করেছে উন্নয়নশীল বিশ্বে !

আমি আশা করবো..”তুমি আমাকে বুঝবে

উন্নয়নশীল বিশ্বে স্থুলতার হার শিল্পোন্নত দেশগুলোর পর্যায়ে চলে যাচ্ছে। এ সতর্কবার্তা দিয়েছে একটি বৈশ্বিক নীতি নির্ধারক গোষ্ঠী। 'দ্য অর্গানাইজেশন ফর ইকোনোমিক কো-অপারেশন এন্ড ডেভেলপমেন্ট' (ওইসিডি) জানিয়েছে, স্থূলতার হার দ্রুত বাড়ছে। ল্যানসেট মেডিকেল জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে তারা জানায়, স্থূলতার ব্যপকতা থেকে নিচু আয়ের দেশগুলোরও মুক্তি নেই। শিল্পোন্নত দেশ যেমন; যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্যে স্থূলতার কারণে হৃদরোগ, ক্যান্সার ও ডায়াবেটিসের হার বাড়ছে।

ব্রাজিল ও দক্ষিণ আফিকায় স্থূলতার মাত্রা ইতোমধ্যে ওইসিডির গড় মান ছাড়িয়ে গেছে। কয়েকটি উন্নয়নশীল দেশে অর্থনৈতিক অবস্থার উন্নতির পাশাপাশি পশ্চিমা জীবনধারা ছড়িয়ে পড়ছে। ফলে এসব দেশে মানুষের মুটিয়ে যাওয়ার হার বাড়ছে। ওনসিডি'র তথ্যানুসারে, সব দেশে ৫০% প্রাপ্ত বয়স্ক ব্যক্তির ওজন অতিরিক্ত অথবা স্থূল। তাই উন্নয়নশীল দেশগুলোকে 'স্থূলতা মহামারি' রোধে এখনই পদক্ষেপ নিতে হবে।

সূত্র : বিবিসি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।