আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে। এত জনপ্রিয় গান একটা। খুব ভাল লাগে। অনেক আয়োজনে গাওয়া হয়। ছোটরা তো গায়ই বড়রাও গায়, যখনই সুযোগ পায়।সুর করে, দল বেঁধে কোরাসে। মাথায় মুকুট পরে, রাজা সেজে।
মাঝে মাঝে মনে হয় সবাই রাজা হলে রাজত্ব চালাবে কার ওপর? কে কার কথা শুনবে, মানবে! আপন গতিতে ই্চ্ছামতন চলবে সব। ই্চ্ছামতন চলবে......।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।