শিক্ষক : আউট নলেজ থেকে তোকে একটা প্রশ্ন করি?
ছাত্র : জি, স্যার করেন।
শিক্ষক : মনে কর, তুই বাড়ি থেকে ৩০ মিনিটে স্কুলে চলে আসিস। এখন, তোর বন্ধু আবিদ যদি তোর সাথে তাহলে তুই কত মিনিটে স্কুলে এসে পৌঁছাবি।
ছাত্র : ৪০ মিনিটে।
শিক্ষক : তোর তো আউট নলেজ ফাঁকা।
একই রাস্তা দিয়ে আসলে সময় বেশি লাগবে কেন?
ছাত্র : স্যার, আবিদ তো মিতুর বাড়ির সামনে প্রতিদিন দশ মিনিট দাড়িয়ে থাকে তাই।
এক যুবতী মেয়ে বই সামনে নিয়ে কি যেন ভাবছে আর হাসছে। তার মা এটা লক্ষ করে বললেন "বই সামনে নিয়ে ইয়ার্কি মারা হচ্ছে"।
মেয়েটি উত্তরে বলল, পাঠ্য বিষয় এতই আনন্দদায়ক না হেসে পারছিনা।
শিক্ষক : বিদ্যুত চমকানোর সময় আলো আগে দেখা যায়, শব্দ পরে শোনা যায় কেন?
ছাত্র : চোখ আগে আর কান একটু পরে তাই।
কৌতুক গুলো লিখেছেন : ফাহমিদা রহমান তুলি
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।