আমাদের কথা খুঁজে নিন

   

খাগড়াছড়িতে জেএসএস-ইউপিডিএফের মধ্যে ৮ ঘণ্টা বন্দুকযুদ্ধ


খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার নাড়াইছড়ির দেওয়ানপাড়ায় বিবদমান দুই উপজাতীয় গ্রুপের মধ্যে প্রায় ৮ ঘণ্টা বন্দুকযুদ্ধ হয়েছে। ভোর সাড়ে ৪টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ বন্দুকযুদ্ধ চলে। এ ঘটনায় এ পর্যন্ত একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ও (সন্তু লারমা গ্রুপ) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) মধ্যে ভোর সাড়ে ৪টার দিকে বন্দুকযুদ্ধ শুরু হয় এবং দুপুর ১২টা পর্যন্ত থেমে থেমে গোলাগুলি চলে। স্থানীয় সূত্রগুলো বলছে, ইউপিডিএফ অধ্যুষিত এলাকায় আধিপত্য বিস্তারের জন্য জেএসএস হামলা চালালে প্রতিপক্ষ ইউপিডিএফ পাল্টা জবাব দেয়।

এলাকাবাসী এ বন্দুকযুদ্ধে অজ্ঞাতনামা একজন আহত হওয়ার কথা নিশ্চিত করেছে। খাগড়াছড়ি সার্কেলের সহকারী পুলিশ সুপার আল-আসাদ মো. মাহফুজুল ইসলাম জানান, জেলা সদর থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে দুর্গম নাড়াইছড়ি’র দেওয়ানপাড়ায় বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটেছে বলে শুনেছি। খবর পেয়ে বিডিআরের একটি টহল দল ঘটনাস্থলে গিয়েছে। ইউপিডিএফ’র খাগড়াছড়ি জেলা সমন্বয়ক উজ্জল স্মৃতি চাকমা নাড়াইছড়িতে সংঘর্ষের কথা স্বীকার করলেও কাদের মধ্যে এ সংঘর্ষ হয়েছে তা তিনি এড়িয়ে যান। এদিকে জেএসএসের সন্ত্রাসীরা নিরীহ জনগণের উপর গুলি চালিয়েছে বলে দাবি করছেন ইউপিডিএফের গণমাধ্যম প্রধান নিরন চাকমা।

(শীর্ষ নিউজ ডটকম
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।