সবুজ ক্যামপাস খ্যাত জাহাঙগীরনগর বিশবিদ্যালয়।
এখন ঈদের ছুটি চলছে । এই সুযগে প্রশাসন গাছ কাটার উতসব পালন করছে। এর আগে কয়েক দফায় ক্যামপাসে গাছ কাটা হয়েছে। ।এভাবে গাছ কাটতে থাকলে অচিরেই ক্যামপাস তার সৌনদর্য হারাবে।গাছ কাটতে হলে গাছ লাগাতে হবে। তার তো কিছু দেখি না? বড় বড় কাঠরে গাছ কেটে সেখানে নাকি ফুলের বাগান করা হবে ।
আমরা এই ন্যাককার জনক কাজের জন্য জঘন্যতম ভাবে ধিককার ও নিনদা জানাচিছ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।