নিচের ছবি দেখুন। যে ছাত্র টি আর্মি কে মারছে তার হাতে লাঠি ধরার জন্য বিশেষ ধরনের গ্রিপ রবার ব্যন্ড। অথচ সেই আর্মি হাই কমান্ডের নির্দেশ না পওয়ায় নির্বিকারে মার খাচ্ছে। এখানে যে ৪ টা মানুষ আছে তার জন্য এই এক আর্মি যথেস্ট। ক্ষমা চাওয়া ও ক্যম্প প্রত্যাহারের পরও বিভিন্ন বিশ্ব বিদ্যালয়ে যে আন্দলোন হইছে তার কোন যৌক্তিকতা আমদের ছাত্র ভাই বোনরা দিতে পারবেন না। এ ছবির মতোই মার খাওয়ার পর আর্মি বাদ্ধ্য হয়ে রাস্তায় নেমে আসে ও কার্ফিউ দেয়। দেশে বন্যা । এ মহুর্তে আমাদের ছাত্র ভাইদের ২য় দিনের আন্দলনের ( সরকারের দুঃখ প্রকাশ ও দোষি ব্যক্তি কে শাস্তি দেবার আস্বাস সত্বেও) পর দেশের এই কার্ফিউতে অর্থনিতি কতটা ক্ষতি গ্রস্থ হলো দেশের ভবিষ্যত বলে খ্যত ছাত্র ভাই বোনরা কি ভেবে দেখছেন। ছাত্র ভাইদের এমন বুদ্ধি দেখে নিজেকে ছাত্র বলতে লজ্জা লাগছে।
বি: দ্র: ছবির সূত্র:http://www.bangladesh-web.com/
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।