আমাদের কথা খুঁজে নিন

   

এরাই আমাদের শিক্ষক, এরাই জাতির মেরুদণ্ডকে দণ্ডহীন করার নিমিত্তে নিয়জিত সমাজের কীট ।

ভালবাসা কে ভালবাসি আমি ছাত্রলীগ করি না,ছাত্রদল কিংবা ছাত্রশিবিরের গোলামী করি না, ছাত্রমৈত্রী বা ছাত্রইউনিয়নও করি না । আমি আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসমিতি, বঙ্গবন্ধুপরিষদ কিংবা জিয়াপরিষদ এর পা চাটি না । তাহলে কি ভাবছেন, আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের বা শাপলাফোরাম এর পক্ষে ? না, আমি তাও না । আমি দক্ষিন-পশ্চিম অঞ্চলের বৃহত্তম শিক্ষা প্রতিষ্ঠান ইসলামী বিশ্ববিদ্যালয়ের একজন হতভাগা সাধারণ শিক্ষাথী। আমি সেইসব ছাত্রছাত্রীর একজন যাদের শিক্ষাজীবন থেকে মূল্যবান ছয়টি মাস হারিয়ে গেছে শুধুমাত্র শিক্ষকদের নোংরা রাজনীতির কারনে ।

এই শিক্ষক রুপি পশুরা সেইসব ছাত্রছাত্রীর জীবন থেকে ছয়টি মাস কেড়ে নিয়েছে যাদের গরীব বাবা মা ৪৫ বছরের মধ্যে এই ভয়াবহ শীতে একটা গরম কাপড় না কিনে তাদের কষ্টেঅর্জিত অর্থ পাঠিয়ে দেয় তাদের সন্তানের জন্য, যারা নিজের পড়াশুনার খরচ যোগাই টিউশনি নামক দাসত্ব করে, যারা স্বপ্ন দেখে একটা চাকরী পেয়ে কৃষক বাবার কষ্ট লাঘব করবে, ছোট বোনটার বিয়ে দেবে অথবা ছোট ভাইটাকে ভালো স্কুলে বা কলেজে ভর্তি করবে, যাদের কেও কুষ্টিয়া শহরে রিকশা চালায় অথবা হলের রুমে রুমে বই ফেরী করে শুধুমাত্র একটা সুন্দর ভবিষ্যৎ এর আশায় । কিন্তু আর কত, আর কতদিন ওই শিক্ষক নামধারী পশুদের সম্মান করা যায়??? আজ যে আমাদের দেয়ালে পীঠ ঠেকে গেছে। তাই আমরা রাজপথে নেমেছি, তাই আমরা অনশন করেছি। অনশনরত অবস্থায় যখন আমাদের কয়েক ভাই অসুস্ত হয়ে যায়, যখন আমাদের মধ্যে থেকে ইমন নামের একজন ছাত্র ১৪০০০ ছাত্রছাত্রীর জীবন বাঁচাতে নিজের জীবন দেবার কথা মাইকে ঘোষণা করে তখন মনে হল আমরাই তো সালাম, রফিক, জাব্বার, বরকত আমরাই তো ‘৭১’ আমরাই তো ‘নুর’ ইসলাম আমরাই তো জাতির অধিকার আদায়ে সদা প্রস্তুত তাজা রক্ত আমরাই তো সেই ছাত্রসমাজ। ঠিক এমন সময় শিক্ষকসমিতির পক্ষথেকে জানানো হয় আমাদের মত ছাত্রছাত্রীর প্রাণ গেলেও তাদের কোন মাথাব্যাথা নেই ।

হ্যা প্রিয় পাঠক, এরাই আমাদের শিক্ষক, এরাই জাতির মেরুদণ্ডকে দণ্ডহীন করার নিমিত্তে নিয়জিত সমাজের কীট । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.