বাংলাদেশ বিশ্বে ৫ম বৃহত্তম (By population) গনতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পরিচিত। একটি গনতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় জনগন বা বিভিন্ন গোষ্টির দাবি দাওয়া আদায়ের মাধ্যম হিসেবে বিক্ষোভ, সমাবেশ, আন্দোলন হতে পারে। এটি গনতান্ত্রিক প্রক্রিয়ার অংশ।
এই বিক্ষোভ, সমাবেশ, আন্দোলন এর সবগুলো য়ে নৈতিকভাবে সমর্থন পাবার য়োগ্য কিনা তা দেশের সরকার, বিরোধী দল, সর্বপরি জনগনকে ভেবে দেখতে হবে এবং সেভাবেই সমর্থন দিতে হবে। যদি আমরা সঠিক ক্ষেত্রে সমর্থন দিতে পারি তবে দেশ অধিকতর গনতান্ত্রিক ধারায় প্রবেশ করবে।
আর যদি ভুল হয় তবে তার খেসারত জনগনকেই দিতে হবে।
"সব রাজাকারের ফাসি চাই" একটি অগনতান্ত্রিক, স্বৈরাচারী শ্লোগান। আমরা যদি বলেই দেই "ফাসি" তাহলেতো আদালতকে অস্বীকার করা হল, এটা অগনতান্ত্রিক, স্বৈরাচারী, এটা ভবিষ্যতের জন্য কোন ভাল Massage দেবে না।
আর শাস্তি হতে হবে অপরাধের গুরুত্ব অনুযায়ি, তাই এই শ্লোগান unethical।
শ্লোগান হওয়া উচিত ছিল "সব রাজাকারের বিচার চাই"।
সব মানবতাবিরোধীদের বিচার হোক এটা আমার কাম্য। আরো অধিক স্বচ্ছ, নিরপেক্ষ বিচার প্রক্রিয়ার মাধ্যমে স্বাধীনতার ৪০ বছর পর হলেও এই অপরাধীদের বিচারের আওতায় আনা ও শাস্বি প্রদান (আদালতরে রায়ে যাহাই নির্ধারিত হোক) করাকে আমি এ দেশের জণ্য একটি বড় অর্জন বলে মনে করি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।