আমি বিজয় নিয়ে তবেই বাড়ি ফিরব মা... সেদিনের সেই পাঁ চাটা গোলাম ছিল, আজ নাকি গণতন্ত্রের জনপ্রিয় নেতা- কার নেতা কে সে? কিভাবে রইল বেঁচে, বাংলার মাটিতে এখন চলছে অবাদে। কোথায় আছ কেন বল আজ তরুণ ছুটে সে পথে, তারা দেখেনী বনের করুণতা কোন এক যাদুঘরে। তারা ইতিহাসকে অস্বিকার করে, অস্বিকার করে স্বাধীনতার, রক্তের মাটিতে এতসব বলার সাধ্যকার? কিন্তু আজ তো তাই হয়, মুক্তিযোদ্ধা দিনমজুর, আর পাকবাহিনীর গোলাম হয়েছে নেতা-হুজুর। নদীর বুকে লাশ আর লাশ তারা দেখেনী, কেন আজ তারা জ্বালায় আগুন গণতন্ত্রের ছায়া তলে- তোমরা বকা তরুণ ইতিহাসের ভুল পথের সন্ধানী। লক্ষ প্রাণের অর্জন তোমরা কিভাবে করও ম্লান, কেন হায়না-পশুরও অধমদের তোমরা দাও সম্মান। কে তারা তোমরা জান? ইতিহাসের কালো অধ্যায়ের রচিয়তা, যার প্রতিটি স্পর্শ পাওয়া যায় ডায়রীর পাতায় যা লিখেছিলেন জাহানারা। তোমরা জাননা এসব? তবে তো তোমরা অধম পশুদেরই দলে, স্বাধীনতার স্বপ্ন যারা মুড়ে দিয়েছিল কালো অধ্যায়ে...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।