আমার সাধ না মিটিল, আশা না পুরাল, সকলে ছাড়িয়া যায় মা আমরা ৭১ এ রাজাকার দেখনি কিন্তু এখন সেই রাজাকাররা ৭১ কি রকম আচরন করে ধর্মের নাম দিয়ে মানুষকে ভুল বুঝাতো, মুক্তিকামী মানুষকে গালি দিতো তা আপনাদের দেখে বুঝতেছি। শাহাবাগের মিছিলের কারনে যানজট বেড়ে যাচ্ছে আরও অনেক হ্যান ত্যান ধানাই পানাই শুরু করছে অনেক লোকে। তাদের মুখপাত্র আমারদেশ তো নিউজ করে ফেলছে আগে যেখানে ৪৫ মিনিট লাগত এখন সেখানে লাগে ৪ ঘণ্টা। বলি তোমরা যখন হরতাল কর বা রাস্তায় মিছিল কর তখন কি জ্যাম লাগেনা? তখন কি জনদুর্ভোগ হয়না? তখন কি মানুষের কষ্ট হয়না? তখন কি গাড়ি ৩-৪ ঘণ্টা টানা রাস্তার ওপর বসে ঝিমায় না? উত্তর দেন। এখন আরও একটা প্রশ্ন করি আপনারে কাকে বাঁচানোর জন্য হরতাল দেন? কাকে বাঁচানোর জন্য মিছিল করেন? একটু দেখুন কাদের কে বাঁচানোর জন্য? যে কিনা ৩৪০ জন মানুষ হত্যার দায়ে সাজাপ্রাপ্ত। যারা কিনা ৭১ পাকিদের পিছে পিছে থেকে মুক্তিযোদ্ধা চিনিয়ে দিতো (অবশ্য আপনাদের কাছে মুক্তিযোদ্ধারা তো বিচ্ছিনতা বাদী), যারা কিনা আমাদের মেরুদণ্ড ভেঙ্গে দিতে চেয়েছিল ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবীদের হত্যা করে, তাদের পাকি হানাদারদের কাছে ধরিয়ে দিয়ে,চিনিয়ে দিয়ে আরও অনেক বলা যাবে। এখন আরও একটা জিনিষ বলি এখন শাহাবাগে রাজাকার নিধনের জন্য আন্দোলন হচ্ছে আর আপনারা বলতেছেন এতে জ্যাম বেড়ে যাচ্ছে। এরকম কথা ৭১ এ কারা বলত জানেন? পাকিস্তানী হানাদাররা আর তাদের এদেশীয় দোষর রাজাকাররা যাদের জন্য এখন আপনারা কেদে কেটে প্যান্ট ভিজিয়ে ফেলেন। বুঝে আসতেছে? আমরা ৭১ এ রাজাকার দেখনি কিন্তু এখন সেই রাজাকাররা ৭১ কি রকম আচরন করে ধর্মের নাম দিয়ে মানুষকে ভুল বুঝাতো, মুক্তিকামী মানুষকে গালি দিতো তা আপনাদের দেখে বুঝতেছি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।