আমাদের কথা খুঁজে নিন

   

রাজাকারের বড় গলা...

আমিও সুরের মত মিলিয়ে যাবো। ততদিন পর্যন্ত পাওয়া যাবে paintlove@gmail.com এ...

( এটি ছোট্ট একটি নাটিকা) চরিত্র: ১. রাজাকার চরিত্র: ২. চামচা রাজাকার চরিত্র: ৩. কোরাস...বেকুব জনগন ................................................................................... রাজাকার ভাষন দিচ্ছে... রাজাকার: উপস্থিত ভাইয়েরা আমার, বোনেরা........(বলে থেমে যায়, চিন্তা করে)......এই দেশ আমার আপনার.....আমাদের সবার দেশ। এইডা স্বাধীন গণতান্ত্রিক দেশ। আপনারা জানেন '৭১ সালের গন্ডগোলের সময় আমি আমার সাথে আরও ১০ জন নিয়া এই পাকভূমিকে বাঁচাইতে জিহাদ করছি... চামচা: হুজুর কি করেন....!! পাকভূমি না, পাকভূমি না.......এইডা তো বাংলাদেশ...... রাজাকার: ও হ্যাঁ....এই বাংলাভূমিরে কতগুলা বদমাইশ ছাওয়ালগো থাইকা রক্ষা করতে জিহাদ করছি..আপনাদের বাবা, কারও চাচা এই যুদ্ধে শহীদ হইছেন.....আপনারা অনেকে নিজেরাও যুদ্ধ করেছেন............এই কত জানি....??!!! চামচা: হুজুর তিরিশ..... রাজাকার: হ্যাঁ তিরিশ হাজার.... চামচা: হুজুর হাজার না......লাখ....... রাজাকার: হ্যাঁ..হ্যাঁ...তিরিশ লাখ বেঈমান...থুক্কু দেশপ্রেমিক তাদের জান কোরবান করে দিয়েছে...তাদের এই ত্যাগের মূল্য কি আমরা রাখবো না ?? বলেন..... জনতা: ...হ্যাঁ ...হ্যাঁ.... রাজাকার: বলেন....আমরা এত ত্যাগের বিনিময়ে এই দেশ পাইছি.....আমাদের কি এই দেশের উপর কোনো অধিকার নাই??!! জনতা:.....আছে...... রাজাকার: এইডা আমার দেশ......আমাদের দেশ....এই দেশে যদি মালাউনেরা মূর্তি বানায়ে রাস্তার মোড়ে মোড়ে সাজায়ে রাখে....মূর্তি পূজা করে......সেইডা কি মাইন্যা নেয়া যায়?? আমরা কি এইসব মালাউনের কাজ-কারবার সহ্য করবার পারি?? বলেন... জনতা:.....না... রাজাকার: একটা দেশরে স্বাধীন করা সহজ...কিন্তু সেই দেশরে টিকায় রাখা কঠিন এইডা তো আপনারা জানেন........এইভাবে যদি দেশে মূর্তি পূজা চলে...তাইলে দেশের উপর , আমাদের উপর, আপনাদের উপর...আল্লাহ র গজব পড়বো.....কয়েকটা মালাউনের জন্য কি আমরা আমাদের দেশের এতবড় ক্ষতি হবার দিতে পারি??? বলেন আপনারা...পারি?? জনতা: না না ......এটা হতে দেয়া যায় না...... রাজাকার: আসেন ভাই...আমরা নিজেরা প্রস্তুত হই.......এইসব মালাউনদের আমরা যেখানে পাবো সেখানেই কতল করি....আপনারা সবসময় প্রস্তুত থাকবেন....ইনশাল্লাহ.....লালন মূর্তি, বলাকার মূর্তির মতো ঢাকা শহরের বাকী মূর্তি গুলানরেও গুড়ায়ে দেয়া হবে। এই ঢাকা শহর আমাদের শহর......এই শহররে আমরা মূর্তি মুক্ত করমুই করমু.......। (ভাস্কর্য ভাঙা এবং সাংস্কৃতিক কর্মকান্ডে মৌলবাদী হস্তক্ষেপের প্রতিবাদ স্বরূপ লিখা)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.