তুমি জেনেছিলে মানুষে মানুষে হাত ছুঁয়ে বলে বন্ধু; তুমি জেনেছিলে মানুষে মানুষে মুখোমুখি এসে দাঁড়ায়, হাসি বিনিময় করে চলে যায় উত্তরে দক্ষিণে; তুমি যেই এসে দাঁড়ালে - কেউ চিনলো না, কেউ দেখলো না; সবাই সবার অচেনা।
সময় শকটে ভর করে জীবনের খাতাও দ্রুত ফুরোচ্ছে;
কংক্রীটের এপিটাফে মৃতপ্রায় জীবন।
বাম কিংবা ডান হাতের ব্যবহার
আজ গুলিয়ে একাকার!
তোতা পাখির মুখের বুলির ইশতেহারের চাপে
বামে ডানে ভিড়তে ভয় ধরে যাচ্ছে ভীষণ। ।
শঙ্কা হয়, যদি এপিটাফটাও ভেঙে যায়!
পরিচয়টুকু তো হারানো যায় না...
এর মাঝেও হোমো স্যাপিয়েনস-দের একটি অদ্ভুত গোষ্ঠী
সদাহাস্য চাটুকারিতায় মত্ত।
নিয়মতান্ত্রিক মায়াজাল এড়ানো দূরে থাক,
ওটাকে আমৃত্যু সাধনার ফসল মনে করে। ।
এতটুকু সান্নিধ্যের লোভাতুর আশায়
বিকিয়ে দেয় সতিত্ব....
আরো আছে, ফুরোয় নি;
দেখছি, শুনছি, জানছি, বুঝছি;
আর যতোই বুঝছি, ততই নিজেকে হারাচ্ছি!
প্রেম, মানবতা, আদর্শ, নৈতিকতা;
অসাধারণ কিছু শব্দের ব্যঞ্জনায় মাতোয়ারা জগৎ!
খালি উলটে-পালটে নিজের মতো করে ব্যবহার করা শেখাটাই দরকারী!!
বিচ্ছিন্ন কিছু অক্ষরের স্লোগানময় আন্দোলন,
আজ বড় একা, বড় অসহায়, ক্লান্ত...
অক্ষরগুলোও একটি দেয়াল খুঁজছে; হয়তোবা পুরনো,
হয়তোবা শেষশয্যার সদ্য আয়োজনে।
যেখানে ভয় কাটিয়ে সাহসকিতার তীব্র উন্মুখতায়,
আপনমনে সেঁটে থেকে শব্দ উচ্চারণের দাম্ভিক অভিপ্রায় প্রকাশিত ::
পরিবর্তন । ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।