[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/
আমার আর মৃতের মধ্যে পার্থক্য কতটুকু
তা নির্ণয় করতে বসি যখন কষ্ট আকাশচুম্বী...
মৃতের দলে আমিও আমন্ত্রন পাই
হরহামেশাই আজকাল জাগরণ এবং শয়নে
কিন্তু ওই দলের ওদেরকে মনে হয়
সৌভাগ্যবান আমার চেয়ে বোধহয় বেশীই
তাই যাইনা ওখানে , দেই না আমন্ত্রনে সাড়া;
নিয়তির অমোঘ টানে যাত্রী তো মৃতের দলের
হয়েই আছি, সময় ভূলবেনা, কিসের তাই তাড়া,
যখন সে সৌভাগ্যবানরা নিয়তিরই টানে মরেছে
একবাইর আর আমি স্বদোষে মিছে মিছে মরি
রোজ রোজ হয়ে জীবন্মৃত, একক কষ্টে টইটুম্বুর
দেহাধারের সজীব চর্ম খোলসে ঢাকা বিরহী মানুষ।
নিয়তির ডাক, যেদিন আসবে আমার পানে
আর যখন সে সৌভাগ্যবানের দলে শরীক হয়ে
ভাবনার সাগরে আমার থেমে যাবে বিষের স্রোত,
সে তো জানেনা এ ব্যধিগ্রস্থ মনখানি মোটেও
কিন্তু তার আগেই এ দুর্ভাগ্যের জীবনে আমার
বেদনার বিষপোকা বাসা বাঁধে আর জোটেও
সেই বিষপোকাদের বেঁচে থাকার একমাত্র
খাদ্য - সেই সে আমার ফলনশীল সেই কষ্ট
যে কষ্টের পাহাড় জেগেছে মনে আর চূড়ায় যারই
নেমে আসতে দেখি মৃতের দলের আমন্ত্রন স্পষ্ট।
১/১১/০৮
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।