আমাদের কথা খুঁজে নিন

   

"জীবন্মৃত সৈনিক"

জন্ম আমার ধন্য হলো মা গো ... এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো সম্মোহনের দৃষ্টিতে তুমি ডেকেছিলে আমায় সে ছিল এক নেশা ধরানো চাহনি... ফেরাতে পারলাম না নিজেকে জড়িয়ে গেলাম এক মায়াজালে শুরু হল,এক অন্যরকম পথচলা তোমাতে-আমাতে এ এক অন্যভুবন... যেন সৃষ্টির শুরুর আদিম নরনারী জন্ম-জন্মান্তরের বাধনে জড়ানো সে সুখ স্বর্গরাজ্যে অপার বিচরন দুটি দেহমন এক সুত্রে বাঁধা... এখনও এসব ভেবে মনে মনে রোমাঞ্চিত হই যদি দুজনার পথ আজ দুদিকে তবু সৃতির আমাজন থেকে সৃষ্টি করি মহাকাব্য তুমি আমার প্রথম স্বপ্ন রাজকন্যা তুমিই আমার শেষএকথা বলবনা কারন আমাদের সমাজ আবার ডিজিটাল কিনা হা হা হা গোল্লায় যাক এই ডিজিটাল সমাজ তুমিই আমার প্রথম, তুমিই আমার শেষ আজও আমি বলছি কারন, ভালবাসার রক্তক্ষরণে ক্ষতবিক্ষত আমিই যে... ব্যর্থ প্রেমিকের কাফন পরা, জীবন্মৃত সৈনিক।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।