অতীতকে প্রভাবিত করার সাধ্য মানুষের নেই। বর্তমান! সে তো তার নিজস্ব রূপ নিয়ে আমাদের সামনে এসেই পড়েছে। সুতরাং হাতে আছে শুধু ভবিষ্যত... একমাত্র ইতিহাসের আলোতে বর্তমানে দাঁড়িয়ে ভবিষ্যত তৈরি করা যায়।
জীবনের সব স্বপ্নকে ছুঁড়ে ফেলেছি ডাস্টবিনে
অতঃপর জানিয়ে দিয়েছি, সব পরে আছে ওখানে।
ব্যর্থতার সব জঞ্জাল ঘিরে রেখেছে আমায়
খুঁজে দেখ স্বপ্ন নেই, স্বপ্ন কেবল জীবনকে থামায়।
তাইতো স্বপ্নকে ফেলে দিয়েছি দলে মুচড়ে ছুঁড়ে
ব্যর্থ এই জীবনকে নিয়েই চলে যাব দূরে বহু দূরে।
কাঁধে নিয়েছি তুলে সব ব্যর্থতার দায়ভার
হয়তোবা নিয়তির কাছে এটুকুই ছিল পাওনা আমার।
কে আর বেশি মৃত আমার চেয়ে,জীবিত থেকে’ও
জীবনকে আর খুঁজে পাবনা শত ডেকেও।
এখানেই হোক জীবনের ব্যর্থতার পরিসমাপ্তি
জীবন হুতাশনে হয়ে থাক এটুকুই জীবনের পরিব্যাপ্তি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।