নীলকান্ত মণি মানে নীলা পাথর। নীলা পাথর নাকি সবার ভাগ্যে সহ্য হয় না। এ জন্যই মনে হয় আমার জীবনটা এমন। কারণ, আমিও যে নীলকান্ত মণি!!!
এক অবিচ্ছেদ্য যন্ত্রণা আমাকে
আঁকড়ে ধরে আছে
দিনের পর দিন।
জলের নিচে অক্টোপাস যেমন
একটু একটু করে গিলে খায়
তার শিকার;
ঠিক সেই রকম সে আমাকে
আটকে রেখেছে আষ্টেপৃষ্ঠে।
যতই আমি চেষ্টা করি
ছুটে বেঁড়িয়ে যেতে,
আমাকে ততই আঁকড়ে ধরে
আরও অনেক শক্ত করে,
এখানে মুক্তির আশা,
এ যে অলীক কল্পনা!
অজগর যেমন কুন্ডলী পেঁচিয়ে
মারতে চায় তার শিকারকে,
এই যন্ত্রণাটাও যেন
পিষে মারতে চাইছে
আমার এই মুক্ত জগৎটাকে।
এ যেন এক চরম অভিশাপ-
আমাকে বাঁচতেও দেয় না,
আবার মরতে দিতেও নারাজ।
মৃত্যুর অন্ধ-গহীন কূপ
হাতছানি দিয়ে ডাকছে আমায়,
আবার ঐ অসীম আলোর
ছোঁয়া লেগেছে আমার গায়,
আর এই বাঁচা-মরার দোলাচলে-
আমি আছি জীবন্মৃতের মত,
এতটুকু মুক্তির আশায়।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।