আজকের প্রথম আলোর অনলাইনে এক জায়গায় লিখেছে সারাদেশে ঢিলেঢালা হরতাল আবার অন্যজায়গায় লিখেছে "মানিকগঞ্জে হরতালকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে নিহত ৩" তাইলে কিভাবে সারাদেশে ঢিলেঢালা হরতাল হইল??
আল্লাহর কাছে দোয়া করি আর য্যান হরতাল না হয় এবং কারো প্রান যেন না যায়।
(সুত্রঃ প্রথম আলো)
মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার গোবিন্দল এলাকায় হরতালকারী ও গ্রামবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন: গোবিন্দল এলাকার আলমগীর হোসেন (৩২), পার্শ্ববর্তী বলধর গ্রামের শাহ আলম ও নিজামুদ্দিন (২৫)।
সিঙ্গাইর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিত্সা কর্মকর্তা (আরএমও) খলিলুর রহমান নিহত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করেন।
প্রাথমিকভাবে জানা গেছে, নিহত তিনজনই এলাকাবাসী।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাতটার দিকে এলাকায় হরতালের সমর্থকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া চলে। একপর্যায়ে হরতালের সমর্থকেরা পুলিশের ওপর চড়াও হলে পুলিশ লাঠিপেটা, রাবার বুলেট, কাঁদানে গ্যাসের শেল ও শটগানের গুলি ছোড়ে। এতে স্থানীয় কয়েকজন পথচারী গুলিবিদ্ধ হন। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসী লাঠিসোঁটা, রামদা, টেঁটা, চাপাতি, লোহার রডসহ দেশীয় অস্ত্র নিয়ে হরতালকারীদের সঙ্গে মিলে পুলিশের ওপর চড়াও হয়। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি ছোড়ে।
উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন। পরে তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিত্সক তিনজনকে মৃত ঘোষণা করেন। নিহত এই তিনজন গুলিবিদ্ধ ছিল বলে আরএমও খলিলুর রহমান জানান। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।