Mind is like water, when its agiated it becomes difficult to see but if you allow it to settle, the answer becomes clear
শীতকাল চলে আসছে। থাকবে প্রায় ২-৩ মাস। এরমধ্যে ইচ্ছা থাকলেও ওয়াটার কিংডম/ওয়াটার ওয়াল্ডে যাওয়া হবেনা। পানি এবং নাচগান দুইটা জিনিসই আমার খুব প্রিয়। আর দুইটা একসাথে হলে তো কথাই নাই।
ওয়াটার কিংডম থেকে ওয়াটার ওয়াল্ড আমার বেশি পছন্দের। যাই হোক, এক কাজিন আর তিন ফ্রেন্ডকে ম্যানেজ করে ফেললাম। বাংলাদেশ একটা আজব দেশ। এখানে কোনকিছুই পরিকল্পনা করে হয় নাই। আমরা পড়েছিলাম নন্দন/ফ্যান্টাসি এই পার্কগুলা হওয়া উচিত শহরের মধ্যে আর রমনা পার্ক হবে শহরের বাইরে।
এতবড় পার্ক বাড়ির কাছে হলেও যাবার কোন ইচ্ছা বা সুযোগ নেই। অবস্থা এখন এমন কেউ যদি বের হতে দেখে ওখান থেকে তাহলে মানসম্মান-ইজ্জত সব যাবে।
ঢাকা থেকে এগুলা এতদুরে যে জ্যাম পেরিয়ে গিয়ে আর মজা করার মত অবস্থা থাকে না। তাই আগের দিন বিকালে কাজিনের বাসায় চলে গেলাম। ওদের বাসা গাজীপুর।
ওদের বাসায় যাবার পেছনে দুইটা কারন থাকে। আমার ল্যাপটপ আর ওর পিসি ল্যান করে ফিফা, মোস্টওয়ান্টেড ইত্যাদি গেম খেলা। আর রাতে মশারি টানিয়ে ভেতরে ল্যাপটপ নিয়ে দুইজন দুইটা হেডফোন লাগিয়ে মুভি দেখা।
গাজীপুরে কারেন্ট তেমন যায় না বললেই চলে! মানে আসে আর কি! যথারীতি রাতের খাবারের পর কারেন্ট চলে গেল। হুট করে মনে হল আমার কাছে স্ট্রীট ড্যান্সের ৩ টা ভিডিও টিউটোরিয়াল আছে।
আমি আবার যেকোন ভিডিও টিউটোরিয়ালের প্রতি একটু দুর্বল। সব মিলিয়ে হার্ডডিস্ক স্পেস ১ টেরার ও বেশি। তাও ধরে না। কারেন্ট যাবার সময়টা নষ্ট না করে দুইজন মিলে নাচ প্রাকটিস শুরু করে দিলাম। ৩০-৩৫ মিনিট দুইটা ভিডিও দেখে অনেক হয়েছে বলে হাল ছেড়ে দিলাম।
আসলে নাচ শেখাটা খুব একটা সোজা না আবার কঠিন ও না।
পরের দিন ছিল শুক্রবার। নামাজ পড়ে খেয়েই দৌড়। যে বাসে করে যাওয়া সহজ হবে দেখি সেটার কাউন্টার বন্ধ। মেজাজটাই খারাপ হয়ে গেল।
কোন গাড়িতে সিট নাই। আমি আবার একটু আরামপ্রিয়। তারপরও উপায় না দেখে দাঁড়িয়েই গেলাম। ২ ঘন্টা পরে পৌছলাম। একসময় আসল রেইন ড্যান্স পর্ব।
প্রথমবারের মত একটু হিসাব নিকাশ করে নাচতে লাগলাম। যখন ঘুরে ঘুরে নাচছিলাম তখন চারপাশের অনেকই তালি দিচ্ছিল। বেশ কয়েকজন নিজে থেকেই নাচতে এল। এবার সবচেয়ে বেশি মজা হয়েছিল। প্রায় ৪০০ র মত ছবিও তুললাম আমরা।
নন্দনে যাবার আগেই কিছুটা সর্দি লেগে ছিল। ওখান থেকে ফেরার পর প্রায় ২ সপ্তাহ কঠিন অবস্থার মধ্যে পার করলাম। ঐ যে একটা প্রুভার্ব আছে না "যত হাসি কত কাশি, বলে গেছে রাম খাসি!"
আর হ্যাঁ, সবাইকে ঈদ মোবারক
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।