বেশ অনেকদিন পরেই বন্ধুটির সাথে কথা হলো আজকে। কথা ঠিক নয়, লেখালেখি হচ্ছিলো মেছেঞ্জার উইন্ডোতে; আমার ক্লোজ বন্ধুবান্ধব হাতে গনা, তাও অনিয়োমিত যোগাযোগ। কথা বলতে তাই ভালোই লাগছিলো..
তার ধারনা, সে দিন দিন 'stupid' হয়ে যাচ্ছে। কারন, তার নাকি সেল্ফ মেনেজমেন্ট নড়বড়ে হয়ে গেছে। (আমি মনে মনে দাঁতে জিভ কাঁটলাম ... তাহলে আমার সেল্ফ মেনেজমেন্ট কোথায় দাঁড়িয়ে আছে?(আম্মাআআ) )
যাহোক, সে আবার বই/ম্যাগাজিনের পোকা.. এ মাসের ডেইলি স্টার উইকএন্ড ম্যাগ এর কভার স্টোরিটা নাকি দারুণ!
...মাঝারি আকারের একটি নৌকার মধ্যে অতি-আধুনিক একটি স্কুল। নৌকার ছৈ-এর উপর সার বেধে সোলার প্যানেল। একটা ডেস্কটপ সহ দু-তিনটা ল্যাপটপ... একজন শিক্ষয়িত্রী। ভাবছিলাম, বিদেশে কোথাও হবে..
..Their tattered clothes and dirty faces cannot take out the thrill they wait for...
আনমনে নেট এ সার্চ দিয়েই চমত্কার ব্যাপারটি দেখে ফেল্লাম... পাবনা, সিরাজগঞ্জ, নাটোর... পরিচিত এলাকার নাম... সেখানে চলনবিল এলাকায় এ নৌকাটি 'বোট স্কুল' পরিচিতি পেয়ে গেছে ইতিমধ্যে। ...দেখলাম হাস্যজ্জ্বল ছেলেমেয়ে গুলোকে... অসাধারণ রকম ভালো লাগলো।
লিংক: http://www.thedailystar.net/magazine/index.htm
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।