সাহিত্যের সাইটhttp://www.samowiki.net। বইয়ের সাইট http://www.boierdokan.com
আর্থ দেখি নাই। তবে ট্রিলজির আর দুইটা ছবি ফায়ার আর ওয়াটার দেখেছি। সবশেষ ছবি ওয়াটার। বরাবরের মতো কাস্টিংএ দীপা স্টারদের বেছে নিয়েছেন।
জন আব্রাহাম ও লিসা রায়। সঙ্গীতে এ আর রহমান। গ্ল্যামারের এই ভিন্ন রকমরে উপস্থাপনার খায়েস দীপা মেহতার মজ্জাগত। আছে আন্তর্জাতিক স্বীকৃতি। ভাল ফিল্ম মেকার হিসাবে খ্যাতি।
সব মিলিয়ে দীপা মেহতা কিছু বানালে তা দেখাই রেওয়াজ। ওয়াটারের কাহিনী কিন্তু আজকের নয়। একেবারে কংগ্রেস আমলের। মানে গান্ধীজির কংগ্রেস। তখনকার বিধবাদের সমস্যা নিয়ে তৈরি এ ছবি।
সমস্যাটি যে এখনও ভারতে নেই তা নয়। ভাবতে অবাক লাগে বিধবা বিবাহ প্রচলনের জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আন্দোলনের পরও ওয়াটারের মতো ছবি এখনও প্রাসঙ্গিক লাগে। ঐতিহাসিক সেট। বিশশতকের প্রথম দিকের ভারতের নির্জনতা। আর আছে কেন্দ্রীয় চরিত্র ছোট ময়েটির অসাধারণ অভিনয়।
মোটিফ হিসাবে ফিল্মে পানি এক লাগসই আইডিয়া। আর আমাদের কাছে পানি মানে তো অনেক কিছু। পানির প্রতীকের আড়ালে কত কথাই না বলা যায়। কিন্তু শেষ পর্যন্ত ওয়াটার কংগ্রেসী রাজনীতিতে নাকাল হয়েছে। শিশু বিধবাকে গান্ধীজির ট্রেনে তুলে দেওয়ার মাধ্যমে স্পষ্ট করেই বোঝা যায় ইতিহাসের একটা ভুল পাঠ নিয়েছেন দীপা।
গান্ধীজির রাজনীতি বিধবাদের দুঃখ কি ঘোচাতে পেরেছে?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।