অন্তহীন আমাদের পথচলা,জীবনের বাঁকে-বাঁকে গতির পরিবর্তন। আর চাওয়া - পাওয়ার অসম সমীকরণ। এই নিয়েই আমাদের জীবন
আজ সোমবার পবিত্র হজ; পাপমুক্তি ও আত্মশুদ্ধির লক্ষ্যে মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান। সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় এরই মধ্যে সমবেত হয়েছেন বিশ্বের ২৫ লাখের বেশি ধর্মপ্রাণ মুসলি্ল। আরাফাতের ময়দানে তাঁদের কণ্ঠে আজ ধ্বনিত হবে 'লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক, লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা, ওয়াননি'মাতা লাকা ওয়ালমুল্ক' (আমি হাজির, হে আল্লাহ আমি হাজির, তোমার কোনো শরিক নেই, সব প্রশংসা ও নিয়ামত শুধু তোমারই, সব সাম্রাজ্যও তোমার)।
হাজিরা আজ আরাফাতের ময়দানে সমবেত হয়ে জামাতে জোহরের নামাজ আদায় করবেন। এর আগে হাজিদের উদ্দেশে খুতবা পাঠ করবেন ইমাম।
পবিত্র হজের আহকাম পালনে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসলি্লরা গতকাল রবিবার মক্কা থেকে পাঁচ কিলোমিটার দূরে মিনায় গিয়ে অবস্থান নেন। কেউ গাড়িতে চড়ে, কেউ বা তিন-চার ঘণ্টা পায়ে হেঁটে এ পথ পাড়ি দেন। আরাফাতের ময়দানে যাওয়ার এক দিন আগে মিনায় পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা সুন্নত।
আর এ সুন্নত আদায়ে তাঁরা গতকাল মিনায় হাজির হন।
মুসলি্লরা আজ হজের তিন ফরজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আরাফাতের ময়দানে এক কাতারে শামিল হবেন। সূর্যাস্ত পর্যন্ত ওই ময়দানে অবস্থান করবেন তাঁরা। এরপর তারা পাঁচ কিলোমিটার দূরে মুজদালিফায় গিয়ে মাগরিব ও এশার নামাজ আদায় করবেন। রাতে তাঁরা সেখানে খোলা মাঠে অবস্থান করবেন।
এ সময়ে তাঁরা শয়তানকে লক্ষ্য করে মারার জন্য পাথর সংগ্রহ করবেন। পরে ফজরের নামাজ আদায় শেষে মিনায় ফিরে যাবেন। মিনায় এসে হাজিরা শয়তানকে পাথর ছোড়ার পর আগামীকাল মঙ্গলবার পশু কোরবানি দেবেন। পরে মিনা থেকে মক্কায় গিয়ে হাজিরা পবিত্র কাবা শরিফ তাওয়াফ করবেন, সাফা-মারওয়ায় দৌড়াবেন (সায়ি করা)। সেখান থেকে তাঁরা আবার মিনায় ফিরে এসে আরো দুই দিন অবস্থান করে হজের অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ করবেন।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এবার সৌদি আরব ও পাশের উপসাগরীয় দেশের বাইরে ১৭ লাখ বিদেশি মুসলি্লকে হজ পালনের অনুমতি দেওয়া হয়েছে। ব্যবস্থাপনার অতিরিক্ত হাজিদের চাপে যাতে পরিস্থিতি বেসামাল হয়ে না পড়ে, সে জন্য অবৈধভাবে আসা মুসলি্লদের বিরুদ্ধে এবার কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতিমধ্যে অবৈধভাবে হজ পালনে আসা মুসলি্লদের বহনকারী একটি বাস ও এর চালককে আটক করা হয়েছে। ওই মুসলি্লদের প্রত্যেককে ১০ হাজার রিয়াল জরিমানা করা হয়। তা ছাড়া হাজিদের যাতায়াতের পথ নির্বিঘ্ন রাখতে ২৫ জনের কম যাত্রী বহনে সক্ষম বাসের ওই পথে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
মিনা ও আরাফাতের মধ্যে মুসলি্লদের যাতায়াতের জন্য রেল যোগাযোগেরও ব্যবস্থা রয়েছে।
এবার প্রায় ৯৫ হাজার বাংলাদেশি মুসলি্ল হজ পালন করছেন। তাঁদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ছয় হাজার ৭৩৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮৭ হাজার ১৩২ জন হাজি সৌদি গেছেন। হজ পালন করতে গিয়ে এ পর্যন্ত মোট ২৬ জন হাজি সৌদি আরবে মারা গেছেন।
ধর্ম প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়ার নেতৃত্বে বাংলাদেশের একটি হজ প্রতিনিধিদল মক্কায় অবস্থান করছে।
প্রতিনিধিদলটি হজ ব্যবস্থাপনা তদারকির পাশাপাশি বাংলাদেশি হাজিদের সার্বিক বিষয় সম্পর্কে খোঁজখবর রাখছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।