আমাদের কথা খুঁজে নিন

   

লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক



লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক, লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়াননি’মাতা লাকা ওয়ালমুলক।’ অর্থাৎ—‘আমি হাজির, হে আল্লাহ আমি হাজির, তোমার কোনো শরিক নেই, সব প্রশংসা ও নিয়ামত শুধু তোমারই, সব সাম্রাজ্যও তোমার।’ আমাদের হজ, আমাদের কুরবানী, আমাদের নামাজ সব কেমন যেন কিছু রিচুয়াল পালনের মধ্যে আটকে গেছে! আমরা সশরীরে যাচ্ছি, অর্থ সময় পরিশ্রম ব্যয় করছি। কিন্তু আল্লাহর আমন্ত্রণে কি সাড়া দিচ্ছি? ধর্ম আমাদের শুধু কিছু নিয়ম-কানুন না, একটা দর্শনও দিয়েছে। আমাদের সেইটা বুঝতে হবে। ইসলাম-পূর্ব যুগেও কাবা ছিল আরবদের পবিত্র তীর্থস্থান। বেদুঈনরা সহ আরবের অনেক ট্রাইব, ক্রিশ্চান আরবরা, এমনকি প্যাগান আরবরাও প্রতি বছর কাবায় তীর্থে যেত। শুধু কাবায় হাজির হলেই কি হজ হবে? কেন আল্লাহ আমাদের কাবায় আমন্ত্রণ জানাচ্ছেন আমাদের সেইটা জানতে হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।