আমাদের কথা খুঁজে নিন

   

একটা অসামান্য কথা যা আমার জীবনকে বদলে দেয়।

এই ব্লগের কোন লেখা আমার অনুমতি ব্যতীত কোথাও ব্যবহার না করার অনুরোধ করছি

কখনও কখনও আমরা প্রভাবিত হই অনেক বড় কোন বিস্ময় দেখে, কখনও প্রভাবিত হই খুব সামান্য কোন বিষয়ে, আবার কখনও বা প্রভাবিত হই কোন কথায়। এগুলোকে কেউ কেউ বাণী বলে গুরুত্ব দেয়, আমি এগুলোকে সাধারণভাবে কথাই বলতে পছন্দ করি। আমার জীবনেও প্রভাব ফেলেছিল এমন একটি কথা, যা আমাকে তুলে নিয়ে আসে শূণ্য থেকে অনেক উপরে, যেখানে আসার কথা জীবন শুরু করার সময় ভাবতেও পারিনি। আমি বলছি না, এই কথাটিই প্রভাব ফেলবে আপনার জীবনে, বা বলছি না ঠিক এই কাজটিই আপনি করুন, তবে বলছি এটা- এই কথাটি আসলেই অসামান্য। এমন মানুষ খুব কমই খুঁজে পাওয়া যাবে ব্লগে যে সৌরভ গাঙ্গুলিকে চেনে না।

ক্রিকেট যাঁরা ভালোবাসেন তাঁরা তো অবশ্যই, যাঁরা ভালোবাসেন না, তাঁরাও সৌরভকে চেনেন; উদ্ধত, আক্রমণাত্নক, ইতিবাচক ক্রিকেট খেলা যিনি ভারতীয় দলকে শিখিয়েছেন। ভারতীয় দল ছিল মূলত ব্যক্তি নির্ভর, তাঁর নেতৃত্বে ভারতীয় দল শেখে দলনির্ভর ক্রিকেট খেলা, এবং মাঝারি মানের দল থেকে বিশ্বসেরা পর্যায়ে চলে আসে খুবই অল্প সময়ে। রক্ষণাত্নক ক্রিকেট এর বিরক্তিকর খোলস ছেড়ে বাইরে বেরোতে পারে এই দলটি। যদিও সৌরভকে বাতিল করেছে ভারতীয় বোর্ড, আমার মতে, সিদ্ধান্তটি ভুল ছিল, যদিও এটি আমাদের দেশের বিষয় নয়। যাইহোক, ব্যক্তি সৌরভ, ক্রিকেটার সৌরভ এর আমি ভয়াবহ রকমের ভক্ত, শচীন না থাকলে হয়তো ক্রিকেটে আমার প্রিয় খেলোয়াড় হতেন তিনি।

সেই সৌরভ গাঙ্গুলির একটি কথা শেয়ার করতে চাই। সাংবাদিকগণ একবার তাঁকে জিজ্ঞেস করলেন, আপনি তো ভারতীয় দলের সর্বকালের সবচেয়ে সফল অধিনায়ক। তো, কী মনে করেন আপনি, একজন ভালো অধিনায়কের কোন গুণটি সবচেয়ে গুরুত্বপূর্ণ? সৌরভ তার জবাব দেন এভাবে- দেখুন, আমি মনে করি একজন ভালো অধিনায়ক দলের সবার সাজেশন শুনবে, কিন্তু ডিসিশনটা নেবে নিজের মতো করে। আমার কাছে খুবই ভালো লেগেছিল তাঁর এই কথা, এবং আমি নিজের অজান্তেই নিজের জীবনে প্রয়োগ করা শুরু করি এই কথাটি। যে কোন ব্যাপারে আমি সবাইকে জিজ্ঞেস করি, কিন্তু নিজের সিদ্ধান্ত কখনোই অন্য কারও উপর ছেড়ে দেই না।

আমার সফলতা এরপর থেকে শুরু হয়, এখন অকপটে স্বীকার করতে পারি, আজ আমি যা কিছু, তার সবটুকুই আমার সিদ্ধান্তের জন্যে, আমার পরিকল্পনার জন্যে নয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.