আমাদের কথা খুঁজে নিন

   

কিচ্ছু বলতে চাই না



কি বলব !কি বলার আছে!! কোথায় বলব রে ভাই !!! আমাদের বর্তমান রাজনীতিবিদরা কি দেশ প্রেমিক ? তাদের মধ্যে কি আসলেই দেশত্ববোধ কাজ করে ? একজন প্রতিশোধ নিতে ব্যস্ত আর একজন মামুলী একটা বাড়ীর জন্য চোখের পানি ফেলে । কত সস্তা এদের চোখের পানি । আমি উনাকে বলি- সাধারন মানুষের কথা ভেবে ঈদের পরে আদালতের রায় কার্যকর করলে হতো না ? হাজার হাজার প্রজা দূরদুরান্ত থেকে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে ঘরে ফিরছে একটু দুঃখ ভুলতে, প্রিয় মুখ দেখতে- সেই দুঃখ পথেই বাড়িয়ে দিল দ্বিগুন এনার কার্যক্রম । এনাকে বলি , আপনি কিসের দুঃখে কাঁদেন আপনার বাড়ি, গাড়ির বড় বেশি অভাব না ? আপনার তাও আছে কিন্তু যারা সন্ধা নামলেই পথের ধারে, পার্কের বেঞ্চে, ল্যাম্প পোস্টের নিচে তাদের শান্তিময় রাতটা কাটিয়ে দেয় তাদের কথা একবার ভাবুন ! একটা সরকারী কোয়ার্টার গেছে বলে আপনী অবাধ্য সন্তাদের মত চোখের জল ফেললেন ? বাবা মায়ের কাছে কিছু একটা দাবি করে যেন পাওয়া থেকে বঞ্চিত হলে । ছিঃ ! আপনার মধ্যে বুঝ শক্তি এত কম ! ধর্য্য শক্তি তো নাই-ই । ধর্য্য ধরুন আরো দেশ প্রেমিক হোন । আর উনা কে আমার আমার বলার একটা কথাই আছে সেটা হল - আপনার বাবা যদি যুদ্ধোত্তর কিছু অমানুষকে ক্ষমা করে দিতে পারে আপনি কেন এই বারও একজন ব্যাক্তিকে তার পূর্ব কর্মের জন্য ক্ষমা করলেন না । না হয় সে আপনাকে ও একদিন গণভবন ছাড়া করেছিল ! আসলে আপনাদের এই ব্যক্তি স্বার্থের খেলায় আমরা সাধারন প্রজা মরে ভেসে উঠসি -যেন সেই দুষ্ট ছেলের দলের খালের পানিতে ব্যাং ঢিলানো খেলার মত আরকি ! হা হা হা.............................

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।