আমাদের কথা খুঁজে নিন

   

আসলে কিচ্ছু যায় আসে না...

কখনো চাই নাই দূরে থাকি...তবু দূরগুলো বারে বারে আসে...

আমার গায়ের রঙ কালো...অন্ধকারে দাঁত বাইর কইরা থাকতে হয়, যখন নিজের অস্তিত্ব জানান দিতে হয়। আমার চেহারায় কোনরূপ কমনীয়তা নাই...এইরম অনেক কিছু কইতে পারি আমি নিজেও...সমস্যা কি! আমি কালা হইলেতো আমার কোন অস্তিত্বের অনেক কিছু শুণ্য হইয়া যায় না...সব থাকে... কৌশিকের চুল নাই বইলা কি তার বন্ধুর অভাব হয়? পৃথিবীতে কি এই প্রথম কৌশিকের মাথায় টাক পরলো? তা'ও তো না! আশির দশকের শেষ দিকে সায়মন এন্ড সায়মন নামে একটা টিভি সিরিয়াল দেখাইতো, ঐটাতে বড় ভাই সায়মনের মাথায় টাক ছিলো...জরীপে সে'ই ছিলো ঐ সময়ের সেক্সিয়েস্ট টিভি স্টার...কিম্বা কোজাক... কেউ মোটা-কালা-চান্দিছিলা-ট্যারা হইবারই পারে...আবার কেউ শারিরীক কাঠামো কিম্বা বিভিন্ন শারিরীক বৈশিষ্ট্য নিয়া হাসি তামাশা করতে পারেন অবলীলায়...কোনটাতেই আসলে কিছু আসে যায় না...যারা নিজের শারিরীক কাঠামো নিয়া অনেক বেশি সচেতন...যারা নিজেরা এই কাঠামো দিয়া মানুষের উপস্থিতি কিম্বা অনেক ক্ষেত্রে যোগ্যতা বিচার করে তারাই খ্যাপে...বিলা খায়...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.