ঢিসটিং ঢিসটিংঢিসটিংঢিসটিংঢিসটিংঢিসটিং
দুই মাস হইল আম্রিকায় আইসি।প্লেনে উঠার সময় মাত্র ২ ট লাগেজ আনতে দিসে।হেইগুলাও সারা রাস্তা আমারে ধত্তে দ্যায় নাই.... আমি মাত্র এক শার্ট এক প্যান্ট (+এক আন্ডারপ্যান্ট) এক কেডসে দেশ ছাড়তে বাধ্য হইসি।আমারে একপেকেট সিগারেট পর্যন্ত আনতে দ্যায় নাই। (এক মিনিট কান্না) তারপর.....আমি আম্রিকা যামু কইয়া প্লেনে ইঠসিলাম...কিন্তু মাঝপতে আমারে জোর কইরা দুবাইতে নামানো হইসে.....একটা ফাইভ স্টার হোটেলে পর্যন্ত থাকতে দেয় নাই.....খালি একবেলা বুফে আর একটা ভি আ পি রুমে আট ঘন্টা আটকাইয়া রাইখা সকালে এয়ারপোর্টে একলা ছাইড়া দিসে....এই জন্য এই শনি আর রবি বার সারা উত্তর আম্রিকাতে , আর শুক্রবার বাংলাদেশে হরতাল ডাকলাম।হরতাল সফল হোক। আম্রিকা আর বাংলাদেশের জনগন আমার পাশে
থাকবে এনশাল্লা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।